Ajker Patrika

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে প্রতিবেদন নজরে এসেছে, আমরা কাজ করছি: দুদক মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২২: ২২
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে প্রতিবেদন নজরে এসেছে, আমরা কাজ করছি: দুদক মহাপরিচালক

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, বইটি রচনা ও সম্পাদনার সঙ্গে থেকে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জন সরকারি কর্মকর্তা পদ, অর্থ, ফ্ল্যাটসহ নানান সুবিধা নিয়েছেন। প্রতিবেদনটি প্রকাশের পরেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান। মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, “‘অসমাপ্ত আত্মজীবনী” নিয়ে যে প্রতিবেদন সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা দুদকের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি।’

আক্তার হোসেন আরও বলেন, ‘গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমরা প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করছি। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশিত হয় ২০১২ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর লেখা চারটি খাতা সম্পাদনা ও সংশোধনের পর বইটি প্রকাশিত হয়। তবে একটি টেলিভিশনে সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বইটি আসলে রচনা করেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও তাঁর নেতৃত্বাধীন আরও ১২৩ কর্মকর্তা। অভিযোগে বলা হয়, এর বিনিময়ে তাঁরা নগদ অর্থ, ফ্ল্যাট ও বিভিন্ন সরকারি সুবিধা পান।

দুদক জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু না হলেও প্রাথমিক গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত