Ajker Patrika

পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: 
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২০: ৪৮
পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌরশহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২),  মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। চৌমাথা মোড়ে বাসটি পরপর দুটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এটি বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। 

বাস-ট্রাকের সংঘর্ষের সময় মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় মারা যান মোটরসাইকেলে থাকা তিন আরোহী।এ সময় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলে থাকা আরোহী ও চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিছুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত