কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি ভিজিএফ কর্মসূচির চালের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি আব্দুল হাই বাদল সরদারের ছেলে নাঈম সরদার, একাংশের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আরেক অংশের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ মুসা, শাহারুল ইসলাম, মোকসেদুল ইসলাম, বাবু, জিয়াউর রহমান ও আতিকুল ইসলাম। তাঁদের মধ্যে আতিকুল ও নাঈমকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে বিএনপি নেতা বাদল সরদার কয়েকজন নেতা-কর্মী নিয়ে ইউনিয়ন পরিষদে (ইউপি) যান এবং ঈদ উপলক্ষে বরাদ্দ আসা ভিজিএফ চালের স্লিপ দাবি করেন। এতে ইউপি সচিব অপারগতা প্রকাশ করলে বিএনপির নেতা-কর্মীরা সচিব ও মেম্বারদের পরিষদ থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে আরিফুল ইসলাম আরিফসহ ইউনিয়ন বিএনপির আরেকটি পক্ষ পরিষদ চত্বরে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।
ইউপি সদস্য শাহ আলম বলেন, ‘সন্ধ্যার পর বড়ভিটা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সামনেই সংঘর্ষ চলে। এতে কয়েকজন আহত হয়েছেন।’
এ নিয়ে কথা হলে বাদল সরদার বলেন, ‘আমার কাছে অভিযোগে এসেছে যে ভিজিএফ চালের বেশ কিছু স্লিপ মেম্বাররা বিক্রি করেছে। ৪-৫ মাস ধরে পরিষদে চেয়ারম্যান নাই। আমি শুধু বলেছি চেয়ারম্যানের উপস্থিতিতে চাল বিতরণ করতে হবে। বিতরণে যেন অনিয়ম না হয়। এলাকার প্রকৃত অভাবগ্রস্ত লোক যেন বঞ্চিত না হয়। আমি কাউকে রুম থেকে বের করে দিই নাই। এটা মিথ্যা কথা।’
সংঘর্ষের বিষয়ে এই নেতা বলেন, ‘এই ঘটনাকে আরিফ অন্যদিকে ঘুরিয়েছে। সন্ধ্যায় আমি পার্টি অফিসে বসে ইফতার করছিলাম। এ সময় আরিফ তার ছেলেদের নিয়ে পরিকল্পিতভাবে আমার লোকজনের ওপর হামলা করেছে। পার্টির লোকজনের সঙ্গে ঝামেলা হইছে। আইনগত ব্যবস্থা নেওয়ার কিছু নাই। এটা বসে ফয়সালা করা হবে। ফয়সালার ওপর কিছু নাই।’
অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজিরের ছেলে আরিফ বলেন, ‘চালের স্লিপ দাবি করে বাদল সরদার পরিষদে গিয়ে সচিবসহ মেম্বারদের গালিগালাজ করে বের করে দেন। এ নিয়ে আরেক পক্ষ প্রতিবাদ করেছে। পরে সন্ধ্যার আগে আমি ফুলবাড়ী থেকে গিয়ে দেখি তারা চলে গেছে। উত্তেজনার বিষয়টি জানতে পেরে থানায় খবর দিই। লোকজন নিয়ে বড়ভিটা বাজারের ইফতার করতে যাই। এ সময় বাদল সরদারের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমাদের ছয়জন আহত হয়। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।’
এ বিষয়ে কথা হলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এটা কাম্য নয়। দল এমন ঘটনাকে প্রশ্রয় দেবে না।’
যোগাযোগ করা হলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিয়েছি। আমরা যখন গিয়েছি তখন কোনো সংঘর্ষ হয়নি। সংঘর্ষের বিষয়টি আমার নলেজে নেই। তাই আহত হওয়ার বিষয়টি বলতে পারছি না।’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি ভিজিএফ কর্মসূচির চালের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি আব্দুল হাই বাদল সরদারের ছেলে নাঈম সরদার, একাংশের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আরেক অংশের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ মুসা, শাহারুল ইসলাম, মোকসেদুল ইসলাম, বাবু, জিয়াউর রহমান ও আতিকুল ইসলাম। তাঁদের মধ্যে আতিকুল ও নাঈমকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে বিএনপি নেতা বাদল সরদার কয়েকজন নেতা-কর্মী নিয়ে ইউনিয়ন পরিষদে (ইউপি) যান এবং ঈদ উপলক্ষে বরাদ্দ আসা ভিজিএফ চালের স্লিপ দাবি করেন। এতে ইউপি সচিব অপারগতা প্রকাশ করলে বিএনপির নেতা-কর্মীরা সচিব ও মেম্বারদের পরিষদ থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে আরিফুল ইসলাম আরিফসহ ইউনিয়ন বিএনপির আরেকটি পক্ষ পরিষদ চত্বরে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।
ইউপি সদস্য শাহ আলম বলেন, ‘সন্ধ্যার পর বড়ভিটা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সামনেই সংঘর্ষ চলে। এতে কয়েকজন আহত হয়েছেন।’
এ নিয়ে কথা হলে বাদল সরদার বলেন, ‘আমার কাছে অভিযোগে এসেছে যে ভিজিএফ চালের বেশ কিছু স্লিপ মেম্বাররা বিক্রি করেছে। ৪-৫ মাস ধরে পরিষদে চেয়ারম্যান নাই। আমি শুধু বলেছি চেয়ারম্যানের উপস্থিতিতে চাল বিতরণ করতে হবে। বিতরণে যেন অনিয়ম না হয়। এলাকার প্রকৃত অভাবগ্রস্ত লোক যেন বঞ্চিত না হয়। আমি কাউকে রুম থেকে বের করে দিই নাই। এটা মিথ্যা কথা।’
সংঘর্ষের বিষয়ে এই নেতা বলেন, ‘এই ঘটনাকে আরিফ অন্যদিকে ঘুরিয়েছে। সন্ধ্যায় আমি পার্টি অফিসে বসে ইফতার করছিলাম। এ সময় আরিফ তার ছেলেদের নিয়ে পরিকল্পিতভাবে আমার লোকজনের ওপর হামলা করেছে। পার্টির লোকজনের সঙ্গে ঝামেলা হইছে। আইনগত ব্যবস্থা নেওয়ার কিছু নাই। এটা বসে ফয়সালা করা হবে। ফয়সালার ওপর কিছু নাই।’
অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজিরের ছেলে আরিফ বলেন, ‘চালের স্লিপ দাবি করে বাদল সরদার পরিষদে গিয়ে সচিবসহ মেম্বারদের গালিগালাজ করে বের করে দেন। এ নিয়ে আরেক পক্ষ প্রতিবাদ করেছে। পরে সন্ধ্যার আগে আমি ফুলবাড়ী থেকে গিয়ে দেখি তারা চলে গেছে। উত্তেজনার বিষয়টি জানতে পেরে থানায় খবর দিই। লোকজন নিয়ে বড়ভিটা বাজারের ইফতার করতে যাই। এ সময় বাদল সরদারের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমাদের ছয়জন আহত হয়। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।’
এ বিষয়ে কথা হলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এটা কাম্য নয়। দল এমন ঘটনাকে প্রশ্রয় দেবে না।’
যোগাযোগ করা হলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিয়েছি। আমরা যখন গিয়েছি তখন কোনো সংঘর্ষ হয়নি। সংঘর্ষের বিষয়টি আমার নলেজে নেই। তাই আহত হওয়ার বিষয়টি বলতে পারছি না।’
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে চাঁদা না পেয়ে কয়েকটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আবদুল্ল্যাহ আল মামুন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে হামলাকারীরা। ইউনিয়ন বিএনপির সভাপতির ছোট ভাই ও কৃষক দলের আহ্বায়কের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।
১ মিনিট আগেনেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে দাবি করে মানববন্ধন করেছেন শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আজ সোমবার সদর হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে শামসুন্নাহার চৈতি (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেকুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে এক তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৯ মিনিট আগে