Ajker Patrika

রৌমারীতে সেতু ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন ২০ হাজার মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৫, ১২: ৫০
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে পড়েছে। ছবি : আজকের পত্রিকা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে পড়েছে। ছবি : আজকের পত্রিকা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে পড়েছে। এতে উপজেলা শহরের সঙ্গে ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৭ মে) দুপুরে নদীর পানি বেড়ে গেলে প্রবল স্রোতের চাপেই সেতুটি ধসে পড়ে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে কাঠ ও বাঁশ দিয়ে সাময়িকভাবে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পর থেকেই সেটিতে নড়বড়ে অবস্থা দেখা দেয়। তবু বিকল্প পথ না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করছিল।

লালকুড়া গ্রামের বাসিন্দা করিম মোল্লা, আব্দুস সালাম, আবু সাঈদ, জহুরুলসহ অনেকেই জানান, সেতুটি ভেঙে পড়ায় এখন উপজেলা শহরে যাতায়াত করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা, বাজার, অফিস কিংবা স্কুল—সবকিছুতেই পড়তে হচ্ছে দুর্ভোগে। দ্রুত নতুন সেতু নির্মাণ বা মেরামতের দাবি জানান তাঁরা।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘‘নদীর পানির উচ্চতা বাড়ায় স্রোতের তীব্রতায় সেতুটি ভেঙে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘সেতুটি দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত