রংপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রংপুর থেকে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেরোবির প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে আবু সাঈদের বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেপ্তার করলেও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। দ্রুত আবু সাঈদ হত্যার আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, ‘আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত গ্রেপ্তার না করলে সংগ্রামী ছাত্র–জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের সব মহলকে বলে দিতে চাই, হত্যাকাণ্ডে জড়িত পুলিশকে গ্রেপ্তার করা না হলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। রংপুরে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে দিতে চাই। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।’
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল। আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবু সাঈদ হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা মদদ দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, ‘আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিয়েছে। এটা আমাদের হাতে নেই। তাই আমাদের কিছু করার নেই।’
রংপুরের পিবিআই পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ‘আবু সাঈদ হত্যাকাণ্ডের এক মাস পর পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। তদন্ত চলছে। মনিটরিং সেল গঠন করা হয়েছে। অনেক নথিপত্রের কাজ এখনো শেষ হয়নি। মন্ত্রণালয়ও বিষয়টি দেখতেছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রংপুর থেকে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেরোবির প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে আবু সাঈদের বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেপ্তার করলেও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। দ্রুত আবু সাঈদ হত্যার আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, ‘আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত গ্রেপ্তার না করলে সংগ্রামী ছাত্র–জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের সব মহলকে বলে দিতে চাই, হত্যাকাণ্ডে জড়িত পুলিশকে গ্রেপ্তার করা না হলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। রংপুরে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে দিতে চাই। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।’
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল। আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবু সাঈদ হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা মদদ দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, ‘আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিয়েছে। এটা আমাদের হাতে নেই। তাই আমাদের কিছু করার নেই।’
রংপুরের পিবিআই পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ‘আবু সাঈদ হত্যাকাণ্ডের এক মাস পর পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। তদন্ত চলছে। মনিটরিং সেল গঠন করা হয়েছে। অনেক নথিপত্রের কাজ এখনো শেষ হয়নি। মন্ত্রণালয়ও বিষয়টি দেখতেছে।’
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সমালোচনা করে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি।’
১১ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সজীব ব্যাপারী ফৌজদারি কার্যবিধির
১১ মিনিট আগেবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘বিষোদ্গারমূলক’ বক্তব্য প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। আজ শনিবার রাতে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর...
২০ মিনিট আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষকে কেন্দ্র করে মামলার সংখ্যা দাঁড়াল চারটিতে। এসব মামলায় মোট আসামি ৩ হাজার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এসব মামলায় আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর শনিবার রাত ৮টা থেকে...
২৮ মিনিট আগে