উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভবনটির মালিক হাজী ফয়েজ আহমেদ আকন্দ। ভবনটির ডেভেলপার কোম্পানি বিডিডিএল হাউজিং লিমিটেড। নির্মাণকাজ করছে আইটি কনস্ট্রাকশন নামের একটি কোম্পানি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ওই ভবনে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।
নিহত ইব্রাহিম ভোলার সদর উপজেলার চর ইলিশা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। আহতরা হলেন—একই উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে আলীম উল্লাহ (২৩) ও মো. হাসিমের ছেলে মো. শাকিল (২০)। আহতরা বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. সোলেয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে বিকট শব্দ পেয়ে ভবনের পেছনে গিয়ে দেখতে পাই, ৩ শ্রমিক পঞ্চম তলা থেকে নিচে পড়ে গেছে। ঘটনাস্থলেই একজন মারা গেছেন। বাকি দুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।’
ঘটনাস্থলের ওই নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মী সোলেয়মান বলেন, ‘বাড়ির মালিক ফয়েজ সাহেব কাউকে ঢুকতে নিষেধ করেছেন। তাই ঢুকতে দেওয়া সম্ভব না।’
পাশের ভবনের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের মালিক, ডেভেলপার কোম্পানি ও ঠিকাদারের অবহেলায় তাদের মৃত্যু হয়েছে। তারা খরচ কমায়ে গিয়ে হাইরাইজ ভবনে বাঁশের মাচান দিয়ে শ্রমিকদের ঝুঁকিপূর্ণভাবে কাজ করাচ্ছিলেন। বাঁশের পরিবর্তে স্টিলের মাচান তৈরি করে এবং নিচে যদি সেফটি জাল বিছানো থাকত, তাহলে এমন ঘটনা ঘটত না। ওই শ্রমিকদের সেফটি বেল্টও ছিল না।’
ওই ভবনের নির্মাণ শ্রমিক মহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁশের মাচানের ওপর ৩ শ্রমিক দাঁড়িয়ে ভবনটির পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করছিলেন। পরে মাচান ভেঙে গেলে তারা ৩ জনই নিচে পড়ে গিয়ে একজন মারা যান, দুজন আহত হন।’ তিনি আরও বলেন, ‘আহতদের গুরুতর অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আলীম উল্লাহর দুই পা ভেঙে গেছে এবং বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। শাকিলেরও বুকে, পায়েসহ বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁশের (মাচানের) ওপর দাঁড়িয়ে ১০ তলা ভবনের পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। বাঁশ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ইব্রাহিম নামের এক শ্রমিক মারা যান। আলীম ও শাকিল নামের আরও দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক তাদের পঙ্গু হাসপাতালে রেফার করেন।’
ওসি শামীম বলেন, ‘এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উল্লেখ্য, এদিকে রাত ১২টা পর্যন্ত উত্তরা পূর্ব থানা প্রাঙ্গণে নিহত ইব্রাহিমের লাশ দেখা যায়। সেখানে তাঁর স্বজনেরা আহাজারি করছেন।
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভবনটির মালিক হাজী ফয়েজ আহমেদ আকন্দ। ভবনটির ডেভেলপার কোম্পানি বিডিডিএল হাউজিং লিমিটেড। নির্মাণকাজ করছে আইটি কনস্ট্রাকশন নামের একটি কোম্পানি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ওই ভবনে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।
নিহত ইব্রাহিম ভোলার সদর উপজেলার চর ইলিশা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। আহতরা হলেন—একই উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে আলীম উল্লাহ (২৩) ও মো. হাসিমের ছেলে মো. শাকিল (২০)। আহতরা বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. সোলেয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে বিকট শব্দ পেয়ে ভবনের পেছনে গিয়ে দেখতে পাই, ৩ শ্রমিক পঞ্চম তলা থেকে নিচে পড়ে গেছে। ঘটনাস্থলেই একজন মারা গেছেন। বাকি দুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।’
ঘটনাস্থলের ওই নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মী সোলেয়মান বলেন, ‘বাড়ির মালিক ফয়েজ সাহেব কাউকে ঢুকতে নিষেধ করেছেন। তাই ঢুকতে দেওয়া সম্ভব না।’
পাশের ভবনের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের মালিক, ডেভেলপার কোম্পানি ও ঠিকাদারের অবহেলায় তাদের মৃত্যু হয়েছে। তারা খরচ কমায়ে গিয়ে হাইরাইজ ভবনে বাঁশের মাচান দিয়ে শ্রমিকদের ঝুঁকিপূর্ণভাবে কাজ করাচ্ছিলেন। বাঁশের পরিবর্তে স্টিলের মাচান তৈরি করে এবং নিচে যদি সেফটি জাল বিছানো থাকত, তাহলে এমন ঘটনা ঘটত না। ওই শ্রমিকদের সেফটি বেল্টও ছিল না।’
ওই ভবনের নির্মাণ শ্রমিক মহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁশের মাচানের ওপর ৩ শ্রমিক দাঁড়িয়ে ভবনটির পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করছিলেন। পরে মাচান ভেঙে গেলে তারা ৩ জনই নিচে পড়ে গিয়ে একজন মারা যান, দুজন আহত হন।’ তিনি আরও বলেন, ‘আহতদের গুরুতর অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আলীম উল্লাহর দুই পা ভেঙে গেছে এবং বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। শাকিলেরও বুকে, পায়েসহ বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁশের (মাচানের) ওপর দাঁড়িয়ে ১০ তলা ভবনের পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। বাঁশ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ইব্রাহিম নামের এক শ্রমিক মারা যান। আলীম ও শাকিল নামের আরও দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক তাদের পঙ্গু হাসপাতালে রেফার করেন।’
ওসি শামীম বলেন, ‘এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উল্লেখ্য, এদিকে রাত ১২টা পর্যন্ত উত্তরা পূর্ব থানা প্রাঙ্গণে নিহত ইব্রাহিমের লাশ দেখা যায়। সেখানে তাঁর স্বজনেরা আহাজারি করছেন।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে