Ajker Patrika

১৯ দিন পর বিদ্যুৎ পেল সেই তিন গ্রামের মানুষ 

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ দিন পর বিদ্যুৎ পেল সেই তিন গ্রামের মানুষ 

১৯ দিন দুর্ভোগের পর কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত সেই তিনটি গ্রামের মানুষ বিদ্যুৎ পেল। আজ মঙ্গলবার এই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। 

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর জেনারেল ম্যানেজার (অ. দা.) মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ব্রহ্মপুত্রের ভাঙনে সরবরাহ লাইনের খুঁটি উল্টে যায় এবং স্থানীয়দের মাধ্যমে স্থানান্তরিত করার ‘অজুহাতে’ উপজেলার চিলমারী ইউনিয়নের চর শাখাহাতী, গয়নার পটল ও শহিদুল মিস্ত্রির গ্রামে প্রায় ১৯ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে পবিস কর্তৃপক্ষ। 

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে পবিস। পরে কুড়িগ্রাম-লালমনিরহাট পবিস এর সদ্য বদলি হওয়া জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামের হস্তক্ষেপে সরবরাহ লাইনের মেরামতের উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজনীয় মেরামত শেষে আজ দুপুরে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। 

শাখাহাতী গ্রামের বাসিন্দা মেহেদী ইসলাম বলেন, ‘১৯ দিন পর বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এই কয়দিন আমরা তিন গ্রামের মানুষ অন্ধকার আর দুর্ভোগে ছিলাম। বাচ্চাদের পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছে। মোবাইল ফোনে চার্জ দিতেও বিড়ম্বনার শেষ ছিল না। সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়েছে। শেষ পর্যন্ত বিদ্যুৎ পাওয়ায় সবাইকে ধন্যবাদ।’ 

তিনি আরও বলেন, ‘ভাঙনে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি নদীতে চলে গেছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গ্রামবাসী নিজ উদ্যোগে কিছু খুঁটি সরিয়ে নিয়ে সরবরাহ লাইন মেরামত করেছে। এখনো বিভিন্ন স্থানে খুঁটি পড়ে আছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণে বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বশীল হওয়া উচিত।’ যোগ করেন ব্রহ্মপুত্র চরের এই বাসিন্দা। 

এ বিষয়ে চিলমারী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও পবিস কুড়িগ্রামের দায়িত্বপ্রাপ্ত জিএম মোস্তফা কামাল বলেন, ‘ওই এলাকায় নদী ভাঙনের কারণে বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়েছিল। আমাদের না জানিয়ে স্থানীয় উদ্যোগে বৈদ্যুতিক খুঁটি সরানোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পরে লাইন পরিদর্শন করে মঙ্গলবার থেকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত