Ajker Patrika

শূন্যরেখায় বিএসএফ, যেতে বলায় গুলি বাংলাদেশি কৃষককে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৪, ০০: ৪৯
শূন্যরেখায় বিএসএফ, যেতে বলায় গুলি বাংলাদেশি কৃষককে

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেটগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আলতাবকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পকেটগ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, আলতাব হোসেন গতকাল বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৯৩ নম্বর প্রধান পিলার ও ৮ ও ৯ নম্বর উপপিলার এলাকার একটি খেতে কাজ করছিলেন। এ সময় ভারতের কোচবিহার রাজ্যের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের কয়েকজন সদস্য কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি তিন-চারজন চোরাকারবারিকে ধাওয়া করে সীমান্তের শূন্যরেখায় আসেন।

এ সময় চিৎকার ও হইচই শুনে আলতাব এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আলতাব গুলিবিদ্ধ হলে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে গালাগাল করছিলেন। এ সময় দূর থেকে আলতাব তাঁদের চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের এক সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি করেন।

উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামসুল হক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শুনি বিএসএফ আলতাব হোসেনকে গুলি করেছে। গুলি আলতাবের বুকে লেগেছে, চিকিৎসার জন্য তাঁকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। আলতাব কোনো চোরাকারবারি নন।’

এ ব্যাপারে বিজিবির রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত