Ajker Patrika

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান খুবি প্রশাসনের

খুবি প্রতিনিধি 
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় একটি বহুধর্মীয় ও বৈচিত্রপূর্ণ পরিবেশে বিশ্বাস করে, যেখানে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান, সহনশীলতা ও সৌহার্দ্যের সাথে বসবাস করে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু বিষয় পোস্ট হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে এমন কোনো বক্তব্য, পোস্ট, মন্তব্য বা কার্যকলাপ করা যাবে না। যা সরাসরি বা পরোক্ষভাবে কোনো ধর্ম, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি বা ধর্মীয় ব্যক্তিত্বকে অবমাননা করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বা বাইরে, অনলাইন বা অফলাইনে প্রকাশিত এ ধরনের বক্তব্য শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত