Ajker Patrika

প্রশাসনের টনক নড়াতে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ গ্রামবাসীর

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তালসার গ্রামবাসী। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তালসার গ্রামবাসী। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তালসার গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়া একটি রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী। আজ মঙ্গলবার দুপুরে এমন কাজ করেন তাঁরা। গ্রামবাসীর দাবি, রাস্তাটি সংস্কার চেয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো ফলাফল মেলেনি। তাই রাস্তাটি সংস্কারের ব্যাপারে প্রশাসনের টনক নড়াতে এমন কর্মসূচি পালন করেছেন তাঁরা।

কোটচাঁদপুরের তালসার বাজার থেকে ঘাঘা বালি খোলা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা। এর মধ্যে এক কিলোমিটার ছিল ফ্ল্যাট সলিং আর আধা কিলোমিটার কাঁচা রাস্তা। বর্তমানে এক কিলোমিটার ফ্ল্যাট সলিং রাস্তার ইট-সুড়কি ভেঙে গিয়ে কাদাময় হয়ে গেছে। আর বাকি আধা কিলোমিটার কাঁচা রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে গেছে। রাস্তা খারাপ হয়ে পড়ায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন গ্রামবাসী।

তালসার পূর্বপাড়ার বাসিন্দা সাবেক সেনাসদস্য রবিউল ইসলাম বলেন, তালসার পূর্বপাড়ায় পাঁচ হাজারের বেশি মানুষ বাস করেন। প্রতিদিন নানা কাজে তাঁদের বিভিন্ন জায়গায় যেতে হয়। আর বাড়ি থেকে বের হয়ে অন্যত্র যাওয়ার একটি মাত্র রাস্তা তালসার-ঘাঘা রাস্তা। তালসার বাজার থেকে যে সড়ক ঝিনাইদহে চলে গেছে, তার থেকে কিছু দূর গিয়ে জালালপুর বাজারের দিকে আরেকটি শাখা রাস্তা বেরিয়ে গেছে। ওই রাস্তা তাঁদের গ্রামের পূর্ব পাশে। এই তালসার বাজার থেকে তাঁদের পাড়ার মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া রাস্তাটি পাড়ার পূর্ব পাশ হয়ে মাঠ পেরিয়ে জালালপুর পিচ ঢালাইয়ের রাস্তায় মিশেছে। এর মধ্যে তাঁদের পাড়ার এই দেড় কিলোমিটার রাস্তাটির ইট-সুড়কি ভেঙেচুরে কাদাময় হয়ে পড়ায় চলাচলে ভোগান্তি হচ্ছে।

পূর্বপাড়ার বাসিন্দা আবদুস সাত্তার জানান, রাস্তাটির কথা মনে হলে বাড়ি থেকে বের হতে ইচ্ছা করে না। বাজারে যেতে হলে ভাঙাচোরা রাস্তা পার হতে হয়, আর মাঠে যেতে হলে কাদা পেরোতে হয়, যা খুবই কষ্টকর। তিনি জানান, রাস্তাটি পাকা করার জন্য তাঁরা একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনুরোধ করেছেন। কিন্তু রাস্তা পাকা হয়নি।

কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ বলেন, ‘রাস্তাটি এলজিইডির। এ কারণে আমরা কোনো প্রকল্প নিতে পারি না। তবে ইতিমধ্যে সংশ্লিষ্টদের অনেকবার জানানো হয়েছে।’ তিনি বলেন, ‘আমি শুনেছি, রাস্তাটি আরও খারাপ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের আবারও জানাব।’

উপজেলা প্রকৌশলী সিদ্ধান্ত কুমার কুণ্ডু বলেন, ‘এ ঘটনা জানা নাই। আপনারা রাস্তার নামটি জানান। এরপর আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই রাস্তার আইডি হয়েছে কি না।’ না হলে কীভাবে করা যায়, সেটা তিনি দেখবেন বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমার জানা ছিল না। এখন জানলাম।’ বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত