Ajker Patrika

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরও দুজন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৬: ০৯
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার সকালে পুডিরঘাট এলাকায় নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ও দুই শিক্ষার্থী নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চলছে। ছবি : আজকের পত্রিকা
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার সকালে পুডিরঘাট এলাকায় নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ও দুই শিক্ষার্থী নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চলছে। ছবি : আজকের পত্রিকা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরিফ (০৮) ও জোবায়ের (০৮) নামে আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টায় উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার পুডিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাপলা আক্তার পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। সে দত্তের বাজার বিরই দাখিল মাদ্রাসার নবম

শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজ আরিফ ও জোবায়ের একই গ্রামের হাবিব মিয়া ও মমতাজ মিয়ার ছেলে এবং একই মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে দত্তের বাজার পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্রের ওপাড় থেকে শিক্ষার্থীসহ অন্য যাত্রীদের নিয়ে একটি খেয়া নৌকা আসার সময় হঠাৎ স্রোতের টানে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের নামে তিন শিক্ষার্থী উঠতে পারেনি। পরে শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু জোবায়ের ও আরিফের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পাকুন্দিয়া ও গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই শিশু উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। কিশোরগঞ্জ নৌপুলিশের ডুবুরি দলের প্রধান আমিনুর রহমান জানান, ঘটনার পর খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নৌকাডুবির কয়েক কিলোমিটার এলাকায় নিখোঁজ দুই শিশুর উদ্ধার অভিযানে ডুবুরি দল কাজ করছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, `খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ সরকার ও আমি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনায় সহযোগিতা করি। দুই শিশু উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।’

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন,’ নৌকাডুবির কথা শোনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ দুই শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত