Ajker Patrika

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী নিহত 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী নিহত 

লালমনিরহাটের কালীগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি জেলার আদিতমারী উপজেলার নামুড়ীরহাট এলাকায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক হাবিবুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়াবদা বাজার এলাকায় হোসেন আলী দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বালু বোঝাই ট্রাক্টর পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাক্টরটির মালিক আদিতমারী উপজেলার কাশিয়াবাড়ী এলাকার সিরাজুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত