Ajker Patrika

ডিমলায় মনোনয়ন প্রত্যাহার করেননি এমপির ভাই-ভাতিজা 

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২২: ০০
ডিমলায় মনোনয়ন প্রত্যাহার করেননি এমপির ভাই-ভাতিজা 

দলের নির্দেশ উপেক্ষা করে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমপি পরিবারের সদস্যরা প্রার্থিতার প্রত্যাহার করেননি। আজ সোমবার ছিল নির্বাচনের প্রার্থিতার প্রত্যাহারের শেষ দিন। 

এর আগে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন জেলায় মন্ত্রী-এমপির পরিবারের সদস্যরা প্রার্থী হতে মাঠে নামেন। এমনকি অনেক উপজেলায় তাঁদের স্বজনেরা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এতে দলের তৃণমূল নেতারা কোণঠাসা হয়ে পড়ে। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনের মাঠ থেকে মন্ত্রী-এমপি পরিবারের সদস্যদের সরে দাঁড়ানোর নির্দেশ দেন।

প্রথম ধাপে ঘোষিত ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফেরদৌস পারভেজ এবং চাচাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। আজ দুজনই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থিতার প্রত্যাহার করেননি। 

এ বিষয় জানতে চাইলে মো. ফেরদৌস পারভেজ দলীয় লিখিত কোনো নির্দেশনা না পাওয়ার কথা উল্লেখ করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অনেক আগে থেকে ভোটের মাঠে রয়েছি। জেলা পরিষদের সদস্য পদে পদত্যাগ (রিজাইন) করে এ নির্বাচনে এসেছি। আমি দলের কোনো প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী। ভোট থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’ 

অপর প্রার্থী আনোয়ারুল হক সরকার মিন্টু বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত নির্বাচনে (উপজেলা) মনোনয়ন চেয়েছি, এমপি নির্বাচনে মনোনয়ন চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দেননি, আমি দলের প্রার্থীর পক্ষে কাজ করেছি। দলীয় যে সিদ্ধান্ত হয়েছে, সেটির মধ্যে আমি পড়ি না। আমার পরিবার আলাদা, আমি এমপির প্রার্থী না।’

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুজনকেই নির্বাচন না করার জন্য বলেছিলাম। কিন্তু তারা আমার কথা রাখেনি।’

এদিকে আজ (সোমবার) শেষ দিনে জেলার ডোমার ও ডিমলা উপজেলার ৩৫ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। এর আগে বুধবার যাচাই-বাছাইয়ে ৩৫ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত