Ajker Patrika

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি 
লাশ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা
লাশ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৮) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। আজ বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকায় লাশটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক শ্রমিক ভুট্টাখেতের আইলে মাথাবিহীন নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের জানান। খবর পেয়ে সদর থানা-পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। আশপাশের ভুট্টা, তামাকখেতসহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই নারীর পরনে ছিল সবুজ রঙের সালোয়ার, কালো রঙের বোরকা ও স্কার্ফ। পাশে পড়ে রয়েছে জুতা। এ ছাড়া পুরুষের এক জোড়া স্যান্ডেল ও মানকি টুপি পড়ে রয়েছে লাশের পাশে।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা কষ্টকর হচ্ছে। ধারণা করা হচ্ছে, বুধবার ভোরে তাঁকে গলা কেটে হত্যা করে মাথা নিয়ে পালিয়েছে ঘাতক। মাথা খুঁজতে ও লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত