Ajker Patrika

পলাশবাড়ীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পলাশবাড়ীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

গাইবান্ধার পলাশবাড়ীতে দুদু মিয়া (৬০) নামের এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করে গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা লুটের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়। গত বুধবার রাতে গ্রেপ্তার এই ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৬) ও একই উপজেলার পলাশ গ্রামের মতিয়ার রহমান (৩৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল গ্রামের সিরাজুল ইসলাম (৪২) ও একই উপজেলার বড় নারায়নপুর গ্রামের মঞ্জুরুল ইসলাম ওরফে বাবু (৪২)। 

ওসি আজমিরুজ্জামান বলেন, গোপন খবরে গত বুধবার রাত ৮টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়। বাকি চারটি ইজিবাইক উদ্ধারসহ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তারে অনুসন্ধান-অভিযান চলছে। 

এর আগে গত শনিবার গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়। 

নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে নাইট গার্ডের দায়িত্বে ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জিন্নু মিয়ার গ্যারেজে রাতে অটোরিকশা রেখে চার্জ করতেন চালকেরা। প্রতিদিনের মতো রাতের বেলা গ্যারেজে দায়িত্ব পালন করছিলেন দুদু মিয়া। গভীর রাতে একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। গ্যারেজে থাকা ৫টি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত