Ajker Patrika

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে অভিযানে গিয়ে নানা অনিয়মের সত্যতা পেল দুদক

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২২: ০২
অভিযানে গিয়ে নিম্নমানের খোলা সয়াবিন তেল ব্যবহারের প্রাথমিক সত্যতা পায় দুদক। ছবি: আজকের পত্রিকা
অভিযানে গিয়ে নিম্নমানের খোলা সয়াবিন তেল ব্যবহারের প্রাথমিক সত্যতা পায় দুদক। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত হাসপাতালের প্রতিটি বিভাগে অভিযান চালানো হয়।

এ সময় হাসপাতালে রোগীদের খাবারে নিম্নমানের খোলা সয়াবিন তেল, বহির্বিভাগে দীর্ঘক্ষণ চিকিৎসকদের অনুপস্থিত, লিফটম্যান না থাকাসহ বেশ কিছু অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। পরে তারা এসব বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে অনিয়মের বিষয় তুলে ধরে।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের ওষুধ রোগীদের ঠিকমতো বিতরণ করা হয় না, রোগীদের টেস্ট বাইরে থেকে করার জন্য বলা হয়।

হাসপাতালে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া খাবারের মান নিয়ে প্রশ্ন, রোগীদের সঙ্গে চিকিৎসকদের খারাপ ব্যবহার এবং লিফটম্যান না থাকাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের নেতৃত্বে পাঁচজন কর্মকর্তা হাসপাতালে অভিযান চালান। এ সময় বিভিন্ন ধরনের নথি যাচাই, কয়েকজন চিকিৎসকসহ, সেবাপ্রত্যাশী রোগীদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা।

এ বিষয়ে দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন, রোগীদের বিভিন্ন সময়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে কার্যকর কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত