নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালনে কোনো নেতা–কর্মীর দেখা মেলেনি। তবে জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় ঢিলেঢালাভাবে দিবসটি পালিত হয়েছে।
সকালে কিশোরগঞ্জ বাজার থেকে উপজেলা যুবলীগের একটি শোক র্যালি সড়ক প্রদক্ষিণ করে। শেষে কিশোরগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতা–কর্মীরা। পরে সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের ঘটনায় শাহাদাত বরণকারী শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, নিতাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুজ্জামান ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রশিদুল ইসলাম বাবু, উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব হিজবুল্লাহ রহমান ডালিম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রিপন ইসলামসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
একইভাবে সৈয়দপুরে সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, জাহাঙ্গীর আলম সরকার, মোহাম্মদ শাহাজী, যুবলীগ নেতা কাজী রাশেদ, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় কোনো কর্মসূচি পালিত না হলেও সকালে শহরের ডিসির মোড়ে বঙ্গবন্ধু চত্বরে জাতীয় ও কালো পতাকা উড়তে দেখা যায়। তবে সেখানে দলীয় কোনো নেতা–কর্মীকে দেখা যায়নি। ৫ আগস্ট সরকারের পদত্যাগের পর ডিসির মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ধ্বংসস্তূপে পরিণত করে দুর্বৃত্তরা।
নীলফামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালনে কোনো নেতা–কর্মীর দেখা মেলেনি। তবে জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় ঢিলেঢালাভাবে দিবসটি পালিত হয়েছে।
সকালে কিশোরগঞ্জ বাজার থেকে উপজেলা যুবলীগের একটি শোক র্যালি সড়ক প্রদক্ষিণ করে। শেষে কিশোরগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতা–কর্মীরা। পরে সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের ঘটনায় শাহাদাত বরণকারী শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, নিতাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুজ্জামান ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রশিদুল ইসলাম বাবু, উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব হিজবুল্লাহ রহমান ডালিম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রিপন ইসলামসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
একইভাবে সৈয়দপুরে সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, জাহাঙ্গীর আলম সরকার, মোহাম্মদ শাহাজী, যুবলীগ নেতা কাজী রাশেদ, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় কোনো কর্মসূচি পালিত না হলেও সকালে শহরের ডিসির মোড়ে বঙ্গবন্ধু চত্বরে জাতীয় ও কালো পতাকা উড়তে দেখা যায়। তবে সেখানে দলীয় কোনো নেতা–কর্মীকে দেখা যায়নি। ৫ আগস্ট সরকারের পদত্যাগের পর ডিসির মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ধ্বংসস্তূপে পরিণত করে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে মোহরায় ছিনতাইকারী সন্দেহে ইকবাল হোসেন রুবেল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় ছাফা মোতালেব সিটি করপোরেশন কলেজের ভেতর এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁও থানার
১০ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর সময় আটক ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে মামলাটি হয়।
২২ মিনিট আগেকুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট খুন হওয়ার খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করেছে কিছু লোক। আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে লোকজনের মধ্যে তাঁরা এ মিষ্টি বিতরণ করেন।
৩৭ মিনিট আগেউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
৪১ মিনিট আগে