Ajker Patrika

পড়তে গিয়ে ধর্ষণের শিকার, স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ২০: ৪১
পড়তে গিয়ে ধর্ষণের শিকার, স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

লালমনিরহাটের কালীগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপমান সইতে না পেরে ও লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে মেয়েটি। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নুরুন্নবী নুরু নামে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত নুরু উপজেলার মুশরত মদাতী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মামলা ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মাদাতী ইউনিয়নের মুশরত মদাতী গ্রামের মকছুদার রহমানের বাড়িতে বিভিন্ন ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়ান নুরু। ধর্ষণের শিকার শিক্ষার্থীও সেখানে তাঁর কাছে প্রাইভেট পড়ত। ২ মার্চ বেলা দুইটার দিকে ওই শিক্ষার্থীকে সাজেশন দেওয়ার কথা বলে ডাকেন নুরু। ভুক্তভোগী  শিক্ষার্থী সাজেশনের জন্য গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন নুরু। এ সময় শিক্ষার্থী চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে মেয়েটি বাড়িতে গিয়ে সহপাঠীসহ বিষয়টি তার মা-বাবাকে জানায়। সুষ্ঠু বিচারের জন্য ওই শিক্ষার্থীর বাবা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নুরু। 

একপর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে ২০ মার্চ সকাল ১০টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে আসেন নুরু। ফলে মেয়েটি অপমান সইতে না পেরে লোকলজ্জার ভয়ে ওই দিন বেলা সাড়ে এগারোটার দিকে বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরে মেয়েটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে নুরুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে অভিযুক্ত নুরুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম গোলাম রসুল অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে ছাত্রীটির সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত