Ajker Patrika

সৈয়দপুরে ৯৯ টন নিষিদ্ধ বালাইনাশক কার্বোফুরান জব্দ, গুদামমালিক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১২: ৫৫
Thumbnail image

নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর একটি গুদাম থেকে প্রায় ৯৯ টন নিষিদ্ধ ব্রিফার জি-৫ (কার্বোফুরান) জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এসব বালাইনাশক জব্দ করা হয়। এ সময় গোডাউনের মালিক মনোয়ার হোসেনকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মৃত মমতাজ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, কার্বোফুরান নামের বালাইনাশকটি প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। ২০১৬ সালে জাতিসংঘ এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। বিশ্বের ৮৭টি দেশ বালাইনাশকটি নিষিদ্ধ করে। গত বছরের জানুয়ারিতে ৮৮তম দেশ হিসেবে বাংলাদেশ কার্বোফুরান নিষিদ্ধ ঘোষণা করে।

রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, ২০২৩ সালের জুন মাস থেকে এটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়। কিন্তু গত ৩১ জুলাই সরকারের বালাইনাশকবিষয়ক জাতীয় কারিগরি কমিটির (পিটাক) সভায় ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কার্বোফুরান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

র‍্যাব জানায়, সৈয়দপুরে গোডাউনে মজুত রাখা এসব নিষিদ্ধ কীটনাশক ট্রাকযোগে যশোরে পাঠানোর খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এটি ব্যবহার করলে জমির অনেক উপকারী পোকা মারা যায়। 

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, ‘জব্দকৃত এসব কার্বোফুরানের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় আজ বুধবার নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা দায়ের করেছি।’ 

সৈয়দপুর থানার ওসি শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, দুপুরের পরে আসামিকে আদালতে পাঠানো হবে। জব্দকৃত নিষিদ্ধ বালাইনাশক ওষুধ গোডাউনে রেখে সিলগালা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত