দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল বিভাগের চেয়ারম্যানসহ পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৪তম সভায় এ সিদ্ধান্ত হয়। বরখাস্ত তাজুল ইসলাম (৪২) দীর্ঘ ২০ বছরের অধিক সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ অপসারণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
২০২২ সালের ১৬ নভেম্বর সকালে সিভিল বিভাগের চেয়ারম্যানের কক্ষে বিভাগের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা একাডেমিক শিক্ষা সফরের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার মধ্যে সবাই বিভাগে উপস্থিত হওর কথা ছিল। কিন্তু সকাল ৯টা পেরিয়ে গেলেও অফিস সহায়ক তাজুল ইসলাম না আসায় তাঁকে ফোন করা হলে তিনি কেটে দেন।
পরে সোয়া ৯টায় বিভাগে উপস্থিত শিক্ষকেরা তাঁকে দেরি করার কারণ জিজ্ঞেস করেন। এতে তিনি উত্তেজিত হয়ে উল্টো তর্কে জড়িয়ে পড়েন। এ সময় তাজুল পাশের রুমে রাখা পানির গ্লাস দিয়ে শিক্ষকদের এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে অন্য কর্মচারী ও শিক্ষকেরা এসে তাজুলকে আটক করেন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া করা হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
আহত শিক্ষকেরা হলেন সিভিল বিভাগের চেয়ারম্যান রোকনুজ্জামান (৩৫), সহযোগী অধ্যাপক বেলাল হোসেন (৩৫), প্রভাষক হারুন অর রশিদ (৩০), নির্মল চন্দ্র রায় (৩০) ও প্রভাষক মাহাবুব হোসেন (৩০)।
বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে প্রাপ্ত অভিযোগ, সাময়িক বরখাস্ত, প্রাথমিক তদন্ত কমিটির প্রতিবেদন, অভিযোগনামা গঠন, প্রথম কারণ দর্শানোর নোটিশ ও জবাব, তদন্ত কর্মকর্তা নিয়োগ ও তদন্ত প্রতিবেদন এবং দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ ও জবাব ১৪ আগস্টের রিজেন্ট বোর্ডের ৫৪তম সভায় আলোচনা ও পর্যালোচনা করা হয়।
অভিযোগপত্রে বর্ণিত ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শৃঙ্খলা পরিপন্থী ও জঘন্যতম অপরাধ মনে করে রিজেন্ট বোর্ড তাঁকে চলতি মাসের ১৪ আগস্ট চাকরি হতে অপসারণ করে।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল বিভাগের চেয়ারম্যানসহ পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৪তম সভায় এ সিদ্ধান্ত হয়। বরখাস্ত তাজুল ইসলাম (৪২) দীর্ঘ ২০ বছরের অধিক সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ অপসারণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
২০২২ সালের ১৬ নভেম্বর সকালে সিভিল বিভাগের চেয়ারম্যানের কক্ষে বিভাগের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা একাডেমিক শিক্ষা সফরের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার মধ্যে সবাই বিভাগে উপস্থিত হওর কথা ছিল। কিন্তু সকাল ৯টা পেরিয়ে গেলেও অফিস সহায়ক তাজুল ইসলাম না আসায় তাঁকে ফোন করা হলে তিনি কেটে দেন।
পরে সোয়া ৯টায় বিভাগে উপস্থিত শিক্ষকেরা তাঁকে দেরি করার কারণ জিজ্ঞেস করেন। এতে তিনি উত্তেজিত হয়ে উল্টো তর্কে জড়িয়ে পড়েন। এ সময় তাজুল পাশের রুমে রাখা পানির গ্লাস দিয়ে শিক্ষকদের এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে অন্য কর্মচারী ও শিক্ষকেরা এসে তাজুলকে আটক করেন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া করা হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
আহত শিক্ষকেরা হলেন সিভিল বিভাগের চেয়ারম্যান রোকনুজ্জামান (৩৫), সহযোগী অধ্যাপক বেলাল হোসেন (৩৫), প্রভাষক হারুন অর রশিদ (৩০), নির্মল চন্দ্র রায় (৩০) ও প্রভাষক মাহাবুব হোসেন (৩০)।
বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে প্রাপ্ত অভিযোগ, সাময়িক বরখাস্ত, প্রাথমিক তদন্ত কমিটির প্রতিবেদন, অভিযোগনামা গঠন, প্রথম কারণ দর্শানোর নোটিশ ও জবাব, তদন্ত কর্মকর্তা নিয়োগ ও তদন্ত প্রতিবেদন এবং দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ ও জবাব ১৪ আগস্টের রিজেন্ট বোর্ডের ৫৪তম সভায় আলোচনা ও পর্যালোচনা করা হয়।
অভিযোগপত্রে বর্ণিত ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শৃঙ্খলা পরিপন্থী ও জঘন্যতম অপরাধ মনে করে রিজেন্ট বোর্ড তাঁকে চলতি মাসের ১৪ আগস্ট চাকরি হতে অপসারণ করে।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে মহিরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
১৯ মিনিট আগেআজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
৩৪ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
৪১ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
১ ঘণ্টা আগে