ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে রবীন্দ্র দেবনাথ (৫৫) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
রবীন্দ্র দেবনাথ সদর উপজেলার ভুল্লী থানার চরণখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ বলেন, গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরেন তাঁর ভাই। বিকেলে স্থানীয় বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে তাঁর লাশ রশিতে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। তাঁদের চিৎকার শুনে বাজারের লোকজন এসে পুলিশে খবর দেন।
কৃষ্ণ চন্দ্র দেবনাথ আরও বলেন, তাঁর ভাই বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার পর তা শোধ করতে পারছিলেন না। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রুবেল রানা নামের এক শিক্ষার্থী বলেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এনজিওর চাপে পড়ে আত্মহত্যার এ রকম আরও অনেক উদাহরণ রয়েছে।
একই গ্রামের সাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, একজন প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, রবীন্দ্র দেবনাথ সহজ-সরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ঋণের চাপে ওই প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে রবীন্দ্র দেবনাথ (৫৫) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
রবীন্দ্র দেবনাথ সদর উপজেলার ভুল্লী থানার চরণখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ বলেন, গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরেন তাঁর ভাই। বিকেলে স্থানীয় বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে তাঁর লাশ রশিতে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। তাঁদের চিৎকার শুনে বাজারের লোকজন এসে পুলিশে খবর দেন।
কৃষ্ণ চন্দ্র দেবনাথ আরও বলেন, তাঁর ভাই বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার পর তা শোধ করতে পারছিলেন না। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রুবেল রানা নামের এক শিক্ষার্থী বলেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এনজিওর চাপে পড়ে আত্মহত্যার এ রকম আরও অনেক উদাহরণ রয়েছে।
একই গ্রামের সাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, একজন প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, রবীন্দ্র দেবনাথ সহজ-সরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ঋণের চাপে ওই প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৪ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৪ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৫ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৫ ঘণ্টা আগে