Ajker Patrika

বিরামপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৩, ২১: ৪৪
বিরামপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ 

দিনাজপুরের বিরামপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। পরে ভুক্তভোগী ওই তরুণীর ভাই মামলা দায়ের করলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয় এবং ধর্ষণের ঘটনাটি ঘটে গতকাল সোমবার দুপুরে। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আকাশ বাবু (২০) ও ভেলারপাড় এলাকার আতিয়ার রহমানের ছেলে রাসেল বাবু (২৭)। 

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা সোমবার দুপুরে বিরামপুর পৌর এলাকার একটি ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ওই দুই যুবককে আটক করেন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে দুজনকে থানা হেফাজতে নেয়। 

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে দুই যুবককে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত