Ajker Patrika

বিএনপি আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অবহেলিত ছিল: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১৫: ২১
বিএনপি আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অবহেলিত ছিল: হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অবহেলিত ছিল। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ তাঁরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করছেন।’ 

আজ শুক্রবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে ঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। 

উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। কারণ শেখ হাসিনা ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপকারভোগীদের মধ্যে ২৫টি বাড়ি, ১০টি বাইসাইকেল, ৪০ জনকে প্রাথমিক শিক্ষাবৃত্তি, ২০ শিক্ষার্থীকে মাধ্যমিক শিক্ষাবৃত্তি ও ১০ জনকে উচ্চশিক্ষাবৃত্তি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত