Ajker Patrika

ভূরুঙ্গামারী সীমান্ত থেকে বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী সীমান্ত থেকে উদ্ধার হওয়া বন্দুক ও গোলাবারুদ। ছবি: সংগৃহীত
ভূরুঙ্গামারী সীমান্ত থেকে উদ্ধার হওয়া বন্দুক ও গোলাবারুদ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার মধ্যরাতে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বন্দুক ও গোলাবারুদ পাচার হবে এমন তথ্য পায় বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে বিজিবির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

এ সময় সীমানা পিলার-৯৮৫-এর সাব পিলার ৩-এর কাছ দিয়ে কয়েকজনকে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের আটকের চেষ্টা করে। সন্দেহভাজন ব্যক্তিরা বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবির টহলদল ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনা বন্দুক, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি ও ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসা গুলি উদ্ধার করে। এ ছাড়া একটি হিরো ইগনেটর ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা বন্দুক, গোলাবারুদ ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় জানিয়েছেন। তিনি বলেন, সীমান্ত দিয়ে চোরাকারবার ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত