Ajker Patrika

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা রিমান্ডে

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৩৪
আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা রিমান্ডে

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। 

আজ শনিবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় এ আদেশ দেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বিন্দু ও ঝিনুককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ওসি মাসুদুর রহমান বলেন, ‘শনিবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন ছাত্রলীগ কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরে নিহত হন আওয়ামী লীগ নেতা সোহান। এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু ও ঝিনুকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত-আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ গতকাল রাতেই মূল অভিযুক্ত বিন্দু ও ঝিনুককে গ্রেপ্তার করে। 

ময়নাতদন্ত শেষে আজ বেলা ৩টার দিকে জানাজা শেষে সোহানকে শহরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ছাড়াও সোহানের বন্ধু, আত্মীয় ও এলাকাবাসী জানাজায় অংশ নেন। ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যুতে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত