Ajker Patrika

গাইবান্ধায় মা ও মেয়েকে গণধর্ষণের মামলায় ৩ ‘জিনের বাদশার’ যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ৫৯
গাইবান্ধায় মা ও মেয়েকে গণধর্ষণের মামলায় ৩ ‘জিনের বাদশার’ যাবজ্জীবন

অলৌকিকভাবে মূল্যবান সম্পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মা ও মেয়েকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় ৩ প্রতারক জিনের বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. আব্দুর রহমান এই রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন এমদাদুল হক, বেলাল হোসেন ও খাজা মিয়া। 

মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ১২ মে জামালপুর জেলার সরিষাবাড়ী থেকে মা ও তাঁর মেয়েকে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে আসতে বলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দণ্ডপ্রাপ্ত জিনের বাদশা সংঘবদ্ধ প্রতারক চক্র। অলৌকিকভাবে মূল্যবান সম্পদ পাওয়ার লোভে মা ও মেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জে চলে আসেন। এভাবে গভীর রাতে ফোন পেয়ে জিনের বাদশার প্রতারক চক্রের ফাঁদে পা দেন তাঁরা। রাতেই বাসে করে তাঁরা গোবিন্দগঞ্জের চৌমাথায় নামেন। সেখানে প্রতারক চক্রটি মা ও মেয়েকে নিয়ে নির্জন স্থানে নিয়ে যান। তারপর তাঁদের মুখ বেঁধে প্রথমে মেয়ে ও পরে মাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তাঁদের ফেলে প্রতারক চক্রটি সটকে পড়ে। 

ঘটনা বুঝতে পেয়ে মা ও মেয়ে গোবিন্দগঞ্জ থানায় এসে ধর্ষণ মামলা করেন। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণের পর আজ আদালতে এই রায় দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত