গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় মেহেদী হাসান (১৮) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক এ রায় প্রদানের কথা নিশ্চিত করেছেন। আসামি মেহেদী হাসান গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ গ্রামের জবেদ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন মেহেদী হাসান। ২০১৮ সালের ৪ এপ্রিল স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলার এক গ্রামে আত্মীয়ের বাড়িতে যায়। ওই বাড়ি থেকে ১০ এপ্রিল বিকেলে পাশের রাস্তায় ঘুরতে গেলে আগে থেকে ওত পেতে থাকা মেহেদী হাসান স্কুলছাত্রীকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনার পর ১৬ এপ্রিল স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক বলেন, ‘আসামি সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেন।
গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় মেহেদী হাসান (১৮) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক এ রায় প্রদানের কথা নিশ্চিত করেছেন। আসামি মেহেদী হাসান গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ গ্রামের জবেদ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন মেহেদী হাসান। ২০১৮ সালের ৪ এপ্রিল স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলার এক গ্রামে আত্মীয়ের বাড়িতে যায়। ওই বাড়ি থেকে ১০ এপ্রিল বিকেলে পাশের রাস্তায় ঘুরতে গেলে আগে থেকে ওত পেতে থাকা মেহেদী হাসান স্কুলছাত্রীকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনার পর ১৬ এপ্রিল স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক বলেন, ‘আসামি সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যারা রাজনৈতিক সচেতন, তাঁদের প্রত্যেকের এ দায় রয়েছে। তাঁরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, সে স্বপ্ন
১ মিনিট আগেরাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে ৫টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
১৮ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া থানার প্রধান ফটকে মোহাম্মদ উল্লাহ নামের এক সাংবাদিককে মারধর করে ছিনতাই করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি।
৩৫ মিনিট আগেবিক্ষুব্ধ অটোরিকশাচালকদের দাবি, সম্প্রতি কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জিহাদের লোকজন অটোরিকশাচালকদের কাছ থেকে মাসে ৩-৪ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের লোকজন বেশ কয়েকটি...
৪৩ মিনিট আগে