রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক শরীফুল হাসানকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তাঁকে রমেক হাসপাতালকে থেকে বদলি করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আ. ম. আখতারুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমেক হাসপাতাল পরিচালক শরীফুল হাসানকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
একই প্রজ্ঞাপনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিনকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগে, মো. সাখাওয়াত উল্লাহকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) ফৌজদারহাটে, ঢাকা মহাখালীর নিপসম এপিডেমিওলজি বিভাগ থেকে কাজী শফিকুল হালিমকে পরিচালক (এমবিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত পরিচালক শীতল চৌধুরীকে পরিচালক পদে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকা বিভাগীয় উপরিচালক (স্বাস্থ্য) এ বি এম আবু হানিফকে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে পরিচালক হিসেবে বদলি করা হয়েছে বলে উল্লেখ বলা হয়।
পরিচালক শরীফুল হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলন করছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি। আন্দোলনের দ্বিতীয় দিনে আজ সোমবার দুপুরে পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা পরিচালকের অপসারণের দাবিতে স্লোগান দেন। পরে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি দেন তাঁরা। একই সঙ্গে পরিচালক শরীফুল হাসানকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীরা।
প্রসঙ্গত গত বছরের অক্টোবরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের উপপরিচালক, দুই সহকারী পরিচালকসহ তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। বদলীকৃতরা হলেন উপপরিচালক আবদুল মোকাদ্দেম, সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরী ও সহকারী পরিচালক আরশাদ হোসেন।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক শরীফুল হাসানকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তাঁকে রমেক হাসপাতালকে থেকে বদলি করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আ. ম. আখতারুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমেক হাসপাতাল পরিচালক শরীফুল হাসানকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
একই প্রজ্ঞাপনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিনকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগে, মো. সাখাওয়াত উল্লাহকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) ফৌজদারহাটে, ঢাকা মহাখালীর নিপসম এপিডেমিওলজি বিভাগ থেকে কাজী শফিকুল হালিমকে পরিচালক (এমবিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত পরিচালক শীতল চৌধুরীকে পরিচালক পদে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকা বিভাগীয় উপরিচালক (স্বাস্থ্য) এ বি এম আবু হানিফকে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে পরিচালক হিসেবে বদলি করা হয়েছে বলে উল্লেখ বলা হয়।
পরিচালক শরীফুল হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলন করছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি। আন্দোলনের দ্বিতীয় দিনে আজ সোমবার দুপুরে পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা পরিচালকের অপসারণের দাবিতে স্লোগান দেন। পরে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি দেন তাঁরা। একই সঙ্গে পরিচালক শরীফুল হাসানকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীরা।
প্রসঙ্গত গত বছরের অক্টোবরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের উপপরিচালক, দুই সহকারী পরিচালকসহ তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। বদলীকৃতরা হলেন উপপরিচালক আবদুল মোকাদ্দেম, সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরী ও সহকারী পরিচালক আরশাদ হোসেন।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
২ ঘণ্টা আগেআজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
২ ঘণ্টা আগে