Ajker Patrika

দিনাজপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৩: ৪৫
দিনাজপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১০টায় সদর উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতেরা হলেন—দিনাজপুর পৌরসভার রামনগর এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫৫) এবং একই এলাকার মো. মাসুম হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (৩৫)। নিহত বাবুল হোসেন জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার এবং সোহান একই অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়রা বলছেন, সকালে নিজ বাড়ি থেকে অফিসের উদ্দেশে মোটরসাইকেলে চড়ে ফুলবাড়ী যাচ্ছিলেন বাবুল হোসেন ও সোহান। এ সময় চুনিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরের উদ্দেশে আসা যাত্রীবাহী বিসমিল্লাহ পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর আজকের পত্রিকাকে জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। 

দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ উপপরিদর্শক রুবেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। বাসটি পুলিশি হেফাজতে আছে। লাশ দুটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত