ফাহিম হাসান, পঞ্চগড়
খননের পরও পঞ্চগড় জেলায় অধিকাংশ নদী জলশূন্য হয়ে পড়েছে। আর যেগুলো এক যুগের বেশি সময় ধরে খনন করা হয়নি সেগুলোর অবস্থা আরও করুণ। দখলদারদের দখলে দুপার চেপে গেছে। এসব নদী দখল করে করা হচ্ছে চাষাবাদ। নদীগুলোতে আবাদ করার ফলে ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত সার ও কীটনাশক। সার-কীটনাশকের প্রভাবে মাছের প্রজনন হচ্ছে না। হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির মাছ। ফলে একসময়ের খরস্রোতা নদীগুলোও এখন মৃতপ্রায় অবস্থা হয়ে আছে। দখল-দূষণে অনেক নদী বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এক যুগের বেশি সময় ধরে খনন না হওয়া তালমা নদীসহ বিভিন্ন নদী সরেজমিনে দেখা গেছে, ভরাট হওয়া নদীগুলোর বুক দখল করে বোরো ধানের চাষ করেছেন কৃষকেরা। পাশাপাশি তাঁরা নদীতীরে করছেন বাদাম ও শীতকালীন সবজির খেত। তালমা নদী ভারতীয় সীমান্তবর্তী পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। নদীর কিছু অংশ ব্যতীত পুরোটাই চলে গেছে দখলদারদের কবলে। দুপারে করা হচ্ছে বোরো ধানের আবাদ। স্থানীয়রা বলছেন, এক যুগ আগেও এসব নদীতে সারা বছর পানি থাকত।
তালমা তীরে পঞ্চগড় সদর উপজেলার কাজিরহাট এলাকায় ধান রোপণ করছিলেন আমেনা বেগম নামে এক নারী। তিনি বলেন, ‘বালুতে চর জেগেছে। তাই ধান চাষ করছি। অনেকেই করছে। কেউ বাধা দেয়নি।’ ডিয়াবাড়ী এলাকার কৃষক হানিফ বলেন, ‘এ বছর এক বিঘা জমিতে বোরোর চারা রোপণ করেছি। নদীর বুকে বোরো উৎপন্ন করতে সেচের পানি লাগে না।’ কৃষক আমিনার বলেন, গত বছরগুলোর তুলনায় এ বছর দ্বিগুণ জমিতে বোরোর চারা রোপণ করা হয়েছে।’
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে ৯৬ লাখ ৮৮ হাজার ৫৫০ টাকা ব্যয়ে জেলার ১৭৮ দশমিক ৫০ কিলোমিটার নদী পুনঃখনন করা হয়। তাছাড়া এক দশক ধরে প্রবাহ কমতে থাকা নদীগুলো খননের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে নতুন করে জেলার ছয়টি নদীর দৈর্ঘ্যে ২০ দশমিক ৩৩ কিলোমিটার খননের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল বলেন, এখন নদীর চিহ্ন হারিয়ে পরিণত হয়েছে রোপা ধানের খেত। এখন নদীগুলোর বুকে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। দখলে দূষণে অনেক নদী বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
১০-১২ বছরে তালমা নদী খনন করা হয়নি বলে জানান পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণ। তবে জেলার নদীগুলো পুনঃখননের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘নদীতে চাষাবাদের বিষয়টি শুনেছি। সেগুলো শিগগির দখলমুক্ত করা হবে। পুনঃখনন করা হবে। নদীগুলো পূর্বের রূপে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।’
জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী। তিনি বলেন, দখল হওয়া জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নদী রক্ষায় সরকারের নানামুখী পরিকল্পনা রয়েছে।
খননের পরও পঞ্চগড় জেলায় অধিকাংশ নদী জলশূন্য হয়ে পড়েছে। আর যেগুলো এক যুগের বেশি সময় ধরে খনন করা হয়নি সেগুলোর অবস্থা আরও করুণ। দখলদারদের দখলে দুপার চেপে গেছে। এসব নদী দখল করে করা হচ্ছে চাষাবাদ। নদীগুলোতে আবাদ করার ফলে ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত সার ও কীটনাশক। সার-কীটনাশকের প্রভাবে মাছের প্রজনন হচ্ছে না। হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির মাছ। ফলে একসময়ের খরস্রোতা নদীগুলোও এখন মৃতপ্রায় অবস্থা হয়ে আছে। দখল-দূষণে অনেক নদী বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এক যুগের বেশি সময় ধরে খনন না হওয়া তালমা নদীসহ বিভিন্ন নদী সরেজমিনে দেখা গেছে, ভরাট হওয়া নদীগুলোর বুক দখল করে বোরো ধানের চাষ করেছেন কৃষকেরা। পাশাপাশি তাঁরা নদীতীরে করছেন বাদাম ও শীতকালীন সবজির খেত। তালমা নদী ভারতীয় সীমান্তবর্তী পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। নদীর কিছু অংশ ব্যতীত পুরোটাই চলে গেছে দখলদারদের কবলে। দুপারে করা হচ্ছে বোরো ধানের আবাদ। স্থানীয়রা বলছেন, এক যুগ আগেও এসব নদীতে সারা বছর পানি থাকত।
তালমা তীরে পঞ্চগড় সদর উপজেলার কাজিরহাট এলাকায় ধান রোপণ করছিলেন আমেনা বেগম নামে এক নারী। তিনি বলেন, ‘বালুতে চর জেগেছে। তাই ধান চাষ করছি। অনেকেই করছে। কেউ বাধা দেয়নি।’ ডিয়াবাড়ী এলাকার কৃষক হানিফ বলেন, ‘এ বছর এক বিঘা জমিতে বোরোর চারা রোপণ করেছি। নদীর বুকে বোরো উৎপন্ন করতে সেচের পানি লাগে না।’ কৃষক আমিনার বলেন, গত বছরগুলোর তুলনায় এ বছর দ্বিগুণ জমিতে বোরোর চারা রোপণ করা হয়েছে।’
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে ৯৬ লাখ ৮৮ হাজার ৫৫০ টাকা ব্যয়ে জেলার ১৭৮ দশমিক ৫০ কিলোমিটার নদী পুনঃখনন করা হয়। তাছাড়া এক দশক ধরে প্রবাহ কমতে থাকা নদীগুলো খননের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে নতুন করে জেলার ছয়টি নদীর দৈর্ঘ্যে ২০ দশমিক ৩৩ কিলোমিটার খননের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল বলেন, এখন নদীর চিহ্ন হারিয়ে পরিণত হয়েছে রোপা ধানের খেত। এখন নদীগুলোর বুকে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। দখলে দূষণে অনেক নদী বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
১০-১২ বছরে তালমা নদী খনন করা হয়নি বলে জানান পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণ। তবে জেলার নদীগুলো পুনঃখননের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘নদীতে চাষাবাদের বিষয়টি শুনেছি। সেগুলো শিগগির দখলমুক্ত করা হবে। পুনঃখনন করা হবে। নদীগুলো পূর্বের রূপে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।’
জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী। তিনি বলেন, দখল হওয়া জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নদী রক্ষায় সরকারের নানামুখী পরিকল্পনা রয়েছে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে