Ajker Patrika

সংসদ নির্বাচনের জন্য নীলফামারীর ৩টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা!

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৪৬
সংসদ নির্বাচনের জন্য নীলফামারীর ৩টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা!

সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা শুরু করেছে জামায়াতে ইসলামী! নীলফামারীর তিনটি আসন থেকে দলীয় প্রার্থীদের একটি তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এটি জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার প্রাথমিক তালিকা বলে দাবি করছেন দলটির নেতারা। 

ফেসবুকে প্রকাশিত তালিকামতে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার; নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে দলের জেলা নায়েবে আমির ড. মো. খায়রুল আনাম ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে দলের সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুয়ীদের ফেসবুক আইডি থেকে গত শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে প্রকাশ করা হয় তালিকাটি। এরপর এ নিয়ে আলোচনা শুরু হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল মুয়ীদ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুনতাকিমের ছোট ভাই। 

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুনতাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক যেহেতু দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাই স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে জেলা শাখা। তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি কেন্দ্রীয় কমিটির দেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।’ 

এ বিষয়ে আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. মোখছেদুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিবন্ধন বাতিল হওয়ায় দলটির নির্বাচন করার কোনো সুযোগ নেই, এটা নিশ্চিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামী নীলফামারীতে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে।’ 

মোখছেদুল মোমিন আরও বলেন, ‘ফেসবুকে এমন তালিকা প্রকাশ করার উদ্দেশ্য জানার চেষ্টা করছি। পাশাপাশি সাংগঠনিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ মাঠে নামতে প্রস্তুত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত