ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমেছে নদীর পানি। আজ সোমবার বিকেলে ধরলা নদীর পানি উপজেলার কিশামত শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি। নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি না নামায় ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা।
এদিকে পানিতে ৫০টি পুকুরের ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৯৫ হেক্টর ফসল। এমনকি দুটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন বলেন, বর্ষণ ও ঢলে এখন পর্যন্ত ৫০টি পুকুরের প্রায় ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, বন্যার কারণে মাঠে অবস্থিত ফসলের মধ্যে ৯৫ হেক্টর ফসল তলিয়ে গেছে। এর মধ্যে শাক-সবজি ১১ হেক্টর, আউশ ধান ২৩ হেক্টর, বীজতলা ৩০ হেক্টর, কলা ১০ হেক্টর এবং পাট ২১ হেক্টর। এর মধ্যে শাক-সবজি পুরোটাই নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে বাকি ফসলের ততটা ক্ষতি হবে না এমনটায় আশা প্রকাশ করেন এই কৃষি কর্মকর্তা।
উপজেলা শিক্ষা বিভাগ জানায়, উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রাপ্ত তথ্য মতে, চলতি বন্যায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৪১টি গ্রাম কোথাও সম্পূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে ১ হাজার ২৮০ জন মানুষ। এখন পর্যন্ত ৮০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এখন পর্যন্ত বন্যার্তদের জন্য ৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমেছে নদীর পানি। আজ সোমবার বিকেলে ধরলা নদীর পানি উপজেলার কিশামত শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি। নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি না নামায় ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা।
এদিকে পানিতে ৫০টি পুকুরের ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৯৫ হেক্টর ফসল। এমনকি দুটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন বলেন, বর্ষণ ও ঢলে এখন পর্যন্ত ৫০টি পুকুরের প্রায় ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, বন্যার কারণে মাঠে অবস্থিত ফসলের মধ্যে ৯৫ হেক্টর ফসল তলিয়ে গেছে। এর মধ্যে শাক-সবজি ১১ হেক্টর, আউশ ধান ২৩ হেক্টর, বীজতলা ৩০ হেক্টর, কলা ১০ হেক্টর এবং পাট ২১ হেক্টর। এর মধ্যে শাক-সবজি পুরোটাই নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে বাকি ফসলের ততটা ক্ষতি হবে না এমনটায় আশা প্রকাশ করেন এই কৃষি কর্মকর্তা।
উপজেলা শিক্ষা বিভাগ জানায়, উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রাপ্ত তথ্য মতে, চলতি বন্যায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৪১টি গ্রাম কোথাও সম্পূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে ১ হাজার ২৮০ জন মানুষ। এখন পর্যন্ত ৮০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এখন পর্যন্ত বন্যার্তদের জন্য ৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে