লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা।
আজ শনিবার সকাল থেকে প্রায় তিন ঘণ্টা সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, লালমনিরহাটের চাষিদের উৎপাদিত আলু জেলার ৯টি হিমাগারে সংরক্ষণ করা হয়। গত বছর ৬০ কেজি ওজনের এক বস্তা আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া ছিল ৩৫০ টাকা। কিন্তু চলতি বছর হিমাগার কর্তৃপক্ষ কোনো প্রকার ঘোষণা ছাড়াই একই বস্তা আলুর ভাড়া ৪৮০ টাকা নির্ধারণ করায় প্রান্তিক কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। এবার আলুর উৎপাদন খরচই উঠছে না। এখন আবার সংরক্ষণ ভাড়াও বেড়েছে। ফলে প্রান্তিক চাষিদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা তৈরি হয়েছে। তাই হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, কৃষক প্রতিনিধি নুরনবী মোস্তফা, সাওয়ার সরকার লিংকন, জাহাঙ্গীর আলম, আ. সামাদ, আজিজুল হক, বেলায়েত হোসেন, ফয়সাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আলু উৎপাদনের খরচ বেড়ে গেছে। বীজ, সার, কীটনাশক কিনে আলু উৎপাদন করতে গিয়ে ব্যয় আগের তুলনায় অনেক বেশি পড়ছে। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, এমনিতেই আলুর দাম কম। এখন হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে তাঁরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। ভাড়া বৃদ্ধি সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়। তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন বক্তারা।
তিন ঘণ্টাব্যাপী মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করায় উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া ঘটনাস্থলে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেন। তিনি আগামীকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে হিমাগার মালিক ও চাষিদের নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন চাষিরা।
লালমনিরহাটে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা।
আজ শনিবার সকাল থেকে প্রায় তিন ঘণ্টা সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, লালমনিরহাটের চাষিদের উৎপাদিত আলু জেলার ৯টি হিমাগারে সংরক্ষণ করা হয়। গত বছর ৬০ কেজি ওজনের এক বস্তা আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া ছিল ৩৫০ টাকা। কিন্তু চলতি বছর হিমাগার কর্তৃপক্ষ কোনো প্রকার ঘোষণা ছাড়াই একই বস্তা আলুর ভাড়া ৪৮০ টাকা নির্ধারণ করায় প্রান্তিক কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। এবার আলুর উৎপাদন খরচই উঠছে না। এখন আবার সংরক্ষণ ভাড়াও বেড়েছে। ফলে প্রান্তিক চাষিদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা তৈরি হয়েছে। তাই হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, কৃষক প্রতিনিধি নুরনবী মোস্তফা, সাওয়ার সরকার লিংকন, জাহাঙ্গীর আলম, আ. সামাদ, আজিজুল হক, বেলায়েত হোসেন, ফয়সাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আলু উৎপাদনের খরচ বেড়ে গেছে। বীজ, সার, কীটনাশক কিনে আলু উৎপাদন করতে গিয়ে ব্যয় আগের তুলনায় অনেক বেশি পড়ছে। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, এমনিতেই আলুর দাম কম। এখন হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে তাঁরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। ভাড়া বৃদ্ধি সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়। তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন বক্তারা।
তিন ঘণ্টাব্যাপী মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করায় উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া ঘটনাস্থলে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেন। তিনি আগামীকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে হিমাগার মালিক ও চাষিদের নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন চাষিরা।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৬ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৬ ঘণ্টা আগে