লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা।
আজ শনিবার সকাল থেকে প্রায় তিন ঘণ্টা সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, লালমনিরহাটের চাষিদের উৎপাদিত আলু জেলার ৯টি হিমাগারে সংরক্ষণ করা হয়। গত বছর ৬০ কেজি ওজনের এক বস্তা আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া ছিল ৩৫০ টাকা। কিন্তু চলতি বছর হিমাগার কর্তৃপক্ষ কোনো প্রকার ঘোষণা ছাড়াই একই বস্তা আলুর ভাড়া ৪৮০ টাকা নির্ধারণ করায় প্রান্তিক কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। এবার আলুর উৎপাদন খরচই উঠছে না। এখন আবার সংরক্ষণ ভাড়াও বেড়েছে। ফলে প্রান্তিক চাষিদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা তৈরি হয়েছে। তাই হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, কৃষক প্রতিনিধি নুরনবী মোস্তফা, সাওয়ার সরকার লিংকন, জাহাঙ্গীর আলম, আ. সামাদ, আজিজুল হক, বেলায়েত হোসেন, ফয়সাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আলু উৎপাদনের খরচ বেড়ে গেছে। বীজ, সার, কীটনাশক কিনে আলু উৎপাদন করতে গিয়ে ব্যয় আগের তুলনায় অনেক বেশি পড়ছে। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, এমনিতেই আলুর দাম কম। এখন হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে তাঁরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। ভাড়া বৃদ্ধি সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়। তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন বক্তারা।
তিন ঘণ্টাব্যাপী মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করায় উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া ঘটনাস্থলে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেন। তিনি আগামীকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে হিমাগার মালিক ও চাষিদের নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন চাষিরা।
লালমনিরহাটে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা।
আজ শনিবার সকাল থেকে প্রায় তিন ঘণ্টা সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, লালমনিরহাটের চাষিদের উৎপাদিত আলু জেলার ৯টি হিমাগারে সংরক্ষণ করা হয়। গত বছর ৬০ কেজি ওজনের এক বস্তা আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া ছিল ৩৫০ টাকা। কিন্তু চলতি বছর হিমাগার কর্তৃপক্ষ কোনো প্রকার ঘোষণা ছাড়াই একই বস্তা আলুর ভাড়া ৪৮০ টাকা নির্ধারণ করায় প্রান্তিক কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। এবার আলুর উৎপাদন খরচই উঠছে না। এখন আবার সংরক্ষণ ভাড়াও বেড়েছে। ফলে প্রান্তিক চাষিদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা তৈরি হয়েছে। তাই হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, কৃষক প্রতিনিধি নুরনবী মোস্তফা, সাওয়ার সরকার লিংকন, জাহাঙ্গীর আলম, আ. সামাদ, আজিজুল হক, বেলায়েত হোসেন, ফয়সাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আলু উৎপাদনের খরচ বেড়ে গেছে। বীজ, সার, কীটনাশক কিনে আলু উৎপাদন করতে গিয়ে ব্যয় আগের তুলনায় অনেক বেশি পড়ছে। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, এমনিতেই আলুর দাম কম। এখন হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে তাঁরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। ভাড়া বৃদ্ধি সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়। তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন বক্তারা।
তিন ঘণ্টাব্যাপী মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করায় উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া ঘটনাস্থলে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেন। তিনি আগামীকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে হিমাগার মালিক ও চাষিদের নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন চাষিরা।
স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে গণসমাবেশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের ‘ডাক্তার’ পদ
৩১ মিনিট আগেরাজশাহীতে ব্যাটারিচালিত একটি ভ্যানের জন্য এর চালককে খুন করা হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার মোহনপুর থানা-পুলিশ যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেরমজান মাসে নিরাপদ সড়ক ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করে জনগণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গোদাগাড়ী থানায় মামলাটি করেন হাফিজুর।
১ ঘণ্টা আগে