Ajker Patrika

জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান, প্রতিবন্ধী তরুণীর মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান, প্রতিবন্ধী তরুণীর মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান করে কাকলি আক্তার (২৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

কাকলি আক্তার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। 

পরিবার বলছে, কাকলি বাক্‌প্রতিবন্ধী ছিলেন। তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে জ্বরের ওষুধ ভেবে টেবিলের ওপর রাখা কীটনাশক পান করেন কাকলি। পরে অসুস্থ তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুরে নিতে বলেন। পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, ‘এ ঘটনায় রাতেই ইউডি মামলা হয়েছে। ওই প্রতিবন্ধী তরুণীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত