বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়া শালবনের ভেতরে আগুন লেগে ৭ হেক্টর জমির বেতগাছ পুড়ে গেছে। আজ সোমবার দুপুরে বনের উত্তর প্রান্তে বেতবাগান অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনে বনের ৭ হেক্টর জমির বেতবাগান পুড়ে গেছে।
গয়া প্রসাদ পাল আরও জানান, ‘দুপুরে বন বিভাগের কর্মীরা টহলরত অবস্থায় বেতবাগানে আগুন জ্বলতে দেখেন। পরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে হলো, তা জানা যায়নি। আমরা আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছি। তবে বড় কোনো গাছ পুড়ে যায়নি।’
বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বনের উত্তর প্রান্তে বেতবাগানে আগুন লাগে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে। আমরা এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি।’
বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের অবস্থান। দিনাজপুর সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, ৮৫৯ দশমিক ৯৩ একর জমি নিয়ে সিংড়া শালবন। ১৮৮৫ সালে এই অঞ্চলকে বন বিভাগে অধিভুক্ত করা হয়। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে বন বিভাগের অধীনে নিয়ে গেজেট প্রকাশ করা হয়। ২০১০ সালে বন বিভাগ এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। শালগাছ ছাড়াও এই বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজীরি, সেগুন, গামারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরীতকী, বহেড়া, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ, লতাগুল্ম, ভেষজ ও ফুলের গাছ।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়া শালবনের ভেতরে আগুন লেগে ৭ হেক্টর জমির বেতগাছ পুড়ে গেছে। আজ সোমবার দুপুরে বনের উত্তর প্রান্তে বেতবাগান অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনে বনের ৭ হেক্টর জমির বেতবাগান পুড়ে গেছে।
গয়া প্রসাদ পাল আরও জানান, ‘দুপুরে বন বিভাগের কর্মীরা টহলরত অবস্থায় বেতবাগানে আগুন জ্বলতে দেখেন। পরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে হলো, তা জানা যায়নি। আমরা আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছি। তবে বড় কোনো গাছ পুড়ে যায়নি।’
বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বনের উত্তর প্রান্তে বেতবাগানে আগুন লাগে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে। আমরা এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি।’
বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের অবস্থান। দিনাজপুর সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, ৮৫৯ দশমিক ৯৩ একর জমি নিয়ে সিংড়া শালবন। ১৮৮৫ সালে এই অঞ্চলকে বন বিভাগে অধিভুক্ত করা হয়। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে বন বিভাগের অধীনে নিয়ে গেজেট প্রকাশ করা হয়। ২০১০ সালে বন বিভাগ এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। শালগাছ ছাড়াও এই বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজীরি, সেগুন, গামারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরীতকী, বহেড়া, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ, লতাগুল্ম, ভেষজ ও ফুলের গাছ।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
১ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
১ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১ ঘণ্টা আগে