গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় জুনায়েদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমিন (৩০) নামে আরেক যুবক।
গতকাল রোববার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উপজেলার খলশী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ হোসেন উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাট এলাকার রিজু মিয়ার ছেলে। আহত আল আমিন একই ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের মোনারুল ইসলামের ছেলে।
জানা গেছে, জুনায়েদ ও আল আমিন মোটরসাইকেলে গোবিন্দগঞ্জ বন্দর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিনকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল কর্মকর্তা মো. হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুনায়েদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়ার হয়েছে। তাঁর সঙ্গে থাকা আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় জুনায়েদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমিন (৩০) নামে আরেক যুবক।
গতকাল রোববার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উপজেলার খলশী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ হোসেন উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাট এলাকার রিজু মিয়ার ছেলে। আহত আল আমিন একই ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের মোনারুল ইসলামের ছেলে।
জানা গেছে, জুনায়েদ ও আল আমিন মোটরসাইকেলে গোবিন্দগঞ্জ বন্দর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিনকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল কর্মকর্তা মো. হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুনায়েদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়ার হয়েছে। তাঁর সঙ্গে থাকা আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসাইল ইউনিয়নের বাসিন্দা মো. আরিফ হোসেন বলেন, ‘সাব-রেজিস্ট্রার অফিসের কিছু সেবা সম্পর্কে জানতে অনলাইনে খুঁজেছি। কিন্তু সাইটে কোনো তথ্য পাইনি। বাধ্য হয়ে অফিসে যেতে হয়েছে। এতে সময় ও খরচ—দুটোই বেড়েছে।’
১ সেকেন্ড আগেময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বলারামপুর গ্রামের প্রান্তিক কৃষক সিরাজ আলী। গত মঙ্গলবার বাজারে ধান বিক্রি করতে বের হয়েছিলেন তিনি। কিন্তু বাড়ির সামনের সড়কে পা দিতেই বিপাকে পড়েন। পুরো সড়কজুড়ে ছোট–বড় গর্তে জমেছে কাঁদাপানি। পায়ে হেঁটে চলাও দায়। ঠেলাগাড়ি নামালে তা ঢুকে যায় হাঁটুসমান কাদায়।
৬ মিনিট আগেবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন। গতকাল বুধবার মধ্যরাতে মারা যান তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন, সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
৪৩ মিনিট আগেগেল কয়েক দিনের টানা বৃষ্টিতে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে করে পথচারী ও চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলা দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। স্থানীয়রা সতর্কতার জন্য লাঠির মাথায় লাল কাপড় বেঁধে ভাঙা অংশ চিহ্নিত করছেন।
১ ঘণ্টা আগে