Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল-নছিমন-থ্রি হুইলারের সংঘর্ষ, নিহত আরও ২

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৩, ১৮: ১৭
বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল-নছিমন-থ্রি হুইলারের সংঘর্ষ, নিহত আরও ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রি-হুইলার—ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। এ ছাড়া গুরুতর আহত তিন ব্যক্তি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালসহ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার সকাল ১০টার সময় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান ও নিহত সাবেক ইউপি সদস্যের চাচাতো ভাই আব্দুস সাত্তার বাবু।

নিহত ব্যক্তিরা হলেন দুর্ঘটনাস্থলেই মারা যাওয়া জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫। গুরুতর আহত অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে বেলা দেড়টায় তাঁর ভাতিজা সহিদুল ইসলাম (৫০), দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ৫০ মিনিটে মারা গেছেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮)।

চিকিৎসাধীন আহত ব্যক্তিরা হলেন আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও ফুলতলা গ্রামের লিমন (২০)। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও থ্রি-হুইলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের উদ্দেশে আসছিল। বাইপাস একটি রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে হঠাৎ মহাসড়কে উঠে পড়েন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। এরপর প্রথমে থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পেছনে থাকা নছিমন গিয়ে থ্রি-হুইলারে ধাক্কা দেয়। এ সময় থ্রি-হুইলার ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে দুর্ঘটনাস্থলেই আলিম উদ্দীনের মৃত্যু হয়। 

খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, দুজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। 

এদিকে ঘটনার পর রাস্তার যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট অবরোধ ছিল সড়ক। পরে যান চলাচল স্বাভাবিক হলেও দুই ঘণ্টা বন্ধ ছিল থ্রি-হুইলার ও নছিমন চলাচল। 

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি-হুইলার জব্দ করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত