Ajker Patrika

অভিযোগ ওঠা রাস্তা তড়িঘড়ি মেরামত, ২০ দিনেই উঠে যাচ্ছে পাথর

বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৪: ১৭
Thumbnail image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রাস্তা মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অনিয়ম তুলে আজকের পত্রিকায় গত ৬ নভেম্বর খবর প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি রাস্তা মেরামতের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কার্পেটিংয়ের কাজ নিম্নমানের হওয়ায় মেরামতের ২০ দিনেই উঠে যাচ্ছে পাথর। 

আজ মঙ্গলবার সকালে চাড়োল ইউনিয়নের লাহিড়ী থেকে পারিয়া বাজার পর্যন্ত ৫ দশমিক ১ কিলোমিটার রাস্তায় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। 

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, সড়ক নির্মাণকাজ চলাকালে নিম্নমানের ইট ব্যবহার করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারণ করেন স্থানীয়রা। ৪ নভেম্বর বাধা দিতে গিয়ে এলাকাবাসী ও ঠিকাদারের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়ায়। তবু বন্ধ হয়নি অনিয়ম।’ 

বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার থেকে পশ্চিম দিকে পাড়িয়া বাজার পর্যন্ত ৫ দশমিক ১ কিলোমিটার রাস্তা মেরামতে ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ টাকা। ইমরান হোসেন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও মেসার্স রহমান এন্টারপ্রাইজের হয়ে সহকারী ঠিকাদার আসাদুজ্জামান লাভলু এটি বাস্তবায়ন করেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, আসাদুজ্জামান লাভলু নামের ওই ঠিকাদার বালিয়াডাঙ্গী উপজেলায় দুটি সড়ক মেরামত ও একটি সড়ক পাকা করার কাজ পেয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তিনটি রাস্তায় নিম্নমানের ইট ও সামগ্রী ব্যবহার করলেও খতিয়ে দেখার কেউ নেই। 

অভিযোগের বিষয়টি অস্বীকার করেন ঠিকাদার আসাদুজ্জামান লাভলু। তিনি বলেন, ‘নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার কারণে কাজগুলো বাস্তবায়নে ঝামেলা হচ্ছে।’ 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাঁর কার্যসহকারী আবু সুফিয়ান বলেন, ‘পাশের উপজেলা হরিপুরে বদলি করা হয়েছে প্রকৌশলী মাইনুল ইসলামকে। তিনি সেখানে দায়িত্ব বুঝে নিতে ব্যস্ত থাকতে পারেন।’ 

ঠাকুরগাঁও এলজিইডির প্রধান প্রকৌশলী শাহারুল আলম মন্ডল বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো আমাদের নজরে এসেছে। আমরা ওই ঠিকাদারের কাজের মান যাচাই করছি। আপাতত বিল বন্ধ রাখা হয়েছে।’ 

এদিকে অনিয়মের সংবাদ প্রকাশের কারণে গত ২৪ নভেম্বর আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি আল মামুন জীবনকে দেখে নেওয়ার হুমকি দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আসাদুজ্জামান লাভলু ও তার সহযোগী ইমরান হাসান পান্না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৫ নভেম্বর বিবৃতি দেয় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাব। 

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল প্রধান বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে যাব। সাংবাদিকেরা অনিয়মের কাছে মাথা নত করবেন না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত