Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মো. আলতাফ হোসেন (৫৭) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢোলারহাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

আলতাফ হোসেন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবু হানিফ মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলতাফ হোসেন সকালে বাজার থেকে সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মহিন্দ্রা ট্রাক্টর তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সদর উপজেলার রুহিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলতাফ হোসেনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত