রংপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) রংপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন রংপুরে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। ঢাকার ভোটার হওয়ায় এবং ভোটের দিন রংপুরে অবস্থান করায় তিনি ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জি এম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটি ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক।
আব্দুর রাজ্জাক বলেন, ‘জি এম কাদের রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখবেন। রংপুর থেকেই সারা দেশের ভোট পর্যবেক্ষণ করবেন। এ কারণে তিনি নিজের ভোট দিতে পারবেন না। তিনি ঢাকার ভোটার, রংপুরের ভোটার নন।’
জাপা সূত্রে জানা যায়, জি এম কাদের জন্মসূত্রে রংপুরের বাসিন্দা। এইচএসসি পর্যন্ত রংপুরেই পড়ালেখা করেছেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেন। সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জি এম কাদের। তিনি লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জাপা চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘৭ জানুয়ারি সকাল ৯টার মধ্যেই জি এম কাদের বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। সারা দেশের জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে তিনি রংপুর থেকেই যোগাযোগ রাখবেন।’
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছাড় দিতে রংপুর-৩ আসনে আওয়ামী লীগ তাঁদের প্রার্থী তুষার কান্তি মন্ডলকে প্রত্যাহার করে নেয়। এখানে নৌকার প্রার্থী না থাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ জি এম কাদেরকে বিজয়ী করতে সাধারণ ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন। এই আসনে জি এম কাদেরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এ ছাড়া এই আসনে লড়ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম।
রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। রংপুর জেলার সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত এই আসনের ১৭৫টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) রংপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন রংপুরে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। ঢাকার ভোটার হওয়ায় এবং ভোটের দিন রংপুরে অবস্থান করায় তিনি ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জি এম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটি ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক।
আব্দুর রাজ্জাক বলেন, ‘জি এম কাদের রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখবেন। রংপুর থেকেই সারা দেশের ভোট পর্যবেক্ষণ করবেন। এ কারণে তিনি নিজের ভোট দিতে পারবেন না। তিনি ঢাকার ভোটার, রংপুরের ভোটার নন।’
জাপা সূত্রে জানা যায়, জি এম কাদের জন্মসূত্রে রংপুরের বাসিন্দা। এইচএসসি পর্যন্ত রংপুরেই পড়ালেখা করেছেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেন। সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জি এম কাদের। তিনি লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জাপা চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘৭ জানুয়ারি সকাল ৯টার মধ্যেই জি এম কাদের বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। সারা দেশের জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে তিনি রংপুর থেকেই যোগাযোগ রাখবেন।’
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছাড় দিতে রংপুর-৩ আসনে আওয়ামী লীগ তাঁদের প্রার্থী তুষার কান্তি মন্ডলকে প্রত্যাহার করে নেয়। এখানে নৌকার প্রার্থী না থাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ জি এম কাদেরকে বিজয়ী করতে সাধারণ ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন। এই আসনে জি এম কাদেরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এ ছাড়া এই আসনে লড়ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম।
রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। রংপুর জেলার সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত এই আসনের ১৭৫টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৯ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৪১ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে