Ajker Patrika

ক্যানসারের চিকিৎসায় অর্থ শেষ, বিষপানে রোগীর ‘আত্মহত্যা’

ঠাকুরগাঁও প্রতিনিধি
ক্যানসারের চিকিৎসায় অর্থ শেষ, বিষপানে রোগীর ‘আত্মহত্যা’

শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। অসংখ্য ওষুধ খেয়ে ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে ফুরিয়ে যায় সঞ্চয়ী অর্থ। এই অবস্থায় মানসিক যন্ত্রণা সইতে না পেরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী এলাকার শাহজাহান আলী নামের (৫০) এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

আজ রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান আলী মারা যান। 

বিষপানে আত্মহত্যার বিষয়টি আজকর পত্রিকাকে নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজহারুল ইসলাম রাজা। তিনি বলেন, ‘শাহজাহান ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে পারছিলেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এটি দুঃখজনক। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ 

শাহজাহানের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন জানান, অনেক দিন ধরে তাঁর বড় ভাই শাহজাহান ক্যানসারে আক্রান্ত। তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ব্যয়বহুল এই চিকিৎসা করতে গিয়ে ফুরিয়ে যায় তাঁর সব জমানো অর্থ। এ নিয়ে তাঁর মধ্যে হতাশা কাজ করছিল। 

গতকাল শনিবার বাড়ির সবার অজান্তে বিষপান করেন শাহজাহান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান জাহাঙ্গীর হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত