Ajker Patrika

১৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে এল ভারতীয় পাটবীজ

হিলি স্থলবন্দর প্রতিনিধি
Thumbnail image

দীর্ঘ প্রায় ১৪ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে পাটবীজ আমদানি শুরু হয়েছে। এতে স্থানীয় বীজ ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্যম দেখা যাচ্ছে। বীজের ব্যবসা গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। 

বহু বছর পর বীজ আমদানি শুরু হওয়ার ফলে সরকার রাজস্ব না পেলেও সাধারণ কৃষক শুল্কমুক্ত পাটবীজ কম দামে কিনতে পারবেন। ইদানীং মাঠ শিল্পে নতুন করে গুরুত্ব দিচ্ছে সরকার। বাজারে দামও বেশ পাচ্ছেন চাষিরা। 

গতকাল শনিবার সন্ধ্যার কিছু আগে ভারত থেকে পাটবীজ বোঝাই প্রথম ট্রাকটি দেশে প্রবেশ করে। এদিন বন্দর দিয়ে ছয়টি ট্রাকে ১২৬ টন বীজ আসে। 

খোঁজ নিয়ে জানা গেছে, পাটবীজগুলো রপ্তানি করেছেন ভারতের আলাউদ্দিন মণ্ডল নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। সেগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান হলো—ঢাকা ও রাজশাহীর মিম সীড ট্রেডার্স, জেডএগ্রো প্রাইভেট লিমিটেড, মঞ্জুর সীড কোম্পানি। তাঁরা প্রতি টন বীজ ১ হাজার মার্কিন ডলার মূল্যে আমদানি করেছেন। বীজগুলো ছাড় করতে কাজ করছেন স্থানীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা। 

হিলি স্থলবন্দরের পাটের বীজ আমদানিকারক আজিজুল ইসলাম রেন্টু বলেন, ‘দেশের বাজারে ভারতীয় পাটের বীজের বেশ ভালো চাহিদা রয়েছে। আমরা প্রতিবছর চাহিদার বিপরীতে সরকারের কাজ থেকে অনুমতি নিয়ে দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতাম। ভারত ও বাংলাদেশের বিভিন্ন সমস্যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটের বীজ আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল।’ 

সর্বশেষ গত ২০০৮ সালের আগস্টে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি হয়। এরপরে আর এ বন্দর দিয়ে বীজ আমদানি হয়নি। দীর্ঘদিন বন্ধের পর গতকাল পুনরায় এই বন্দর দিয়ে পাটবীজ আমদানি শুরু হলো। 

হিলি বন্দরে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি বন্ধ ছিল। বীজ আমদানির সক্ষমতা যাচাইয়ের জন্য বন্দর ও আমাদের সঙ্গনিরোধ কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন খামারবাড়ির একটি প্রতিনিধি দল। মন্ত্রণালয়ে তাঁদের রিপোর্টের ভিত্তিতে হিলি স্থলবন্দর দিয়ে পাটবীজ আমদানির অনুমতি দিয়েছে। ফলে শনিবার বন্দর দিয়ে ১২৬ টন বীজ আমদানি হয়েছে। 

হিলি স্থলবন্দরের অপারেশন ম্যানেজার স্যানাল কুমার জানান, এক যুগের বেশি সময় হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি বন্ধ ছিল। শনিবার সন্ধ্যার কিছু আগে ভারতীয় ছয়টি ট্রাকে ১২৬ টন পাটবীজ আমদানি হয়। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত