কুড়িগ্রাম প্রতিনিধি
সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা, কবিতাপাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জলেশ্বরীর বরপুত্র খ্যাত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭ তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ, কুড়িগ্রামের আয়োজনে আজ মঙ্গলবার কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরের বটতলায় দিনব্যাপী অনুষ্ঠান চলে। পরে সন্ধ্যায় ফানুস ওড়ানোর মাধ্যমে উদ্যাপন অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর ও সদস্যসচিব সাম্য রাইয়ানের সঞ্চালনায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানস্থলে বইমেলা বসে।
দিনের শুরুতে আজ কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের পাশে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দীন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জ্যোতি আহমেদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক বলেন, ‘বাবার স্মরণে কুড়িগ্রামে এই প্রথম সৈয়দ হক মেলা অনুষ্ঠিত করেছে কুড়িগ্রামবাসী। এই মেলাকে ঘিরে কুড়িগ্রামের মানুষের উপস্থিতি সত্যি মনে রাখার মতো। এ জন্য সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের সদস্যসহ মেলার সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এ নিয়ে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর বলেন, ‘বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে আজ দিনব্যাপী সৈয়দ হক মেলার আয়োজন করছি। ভবিষ্যতে তিন দিন কিংবা সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করবে।’
দিনব্যাপী এ মেলায় কবির স্মরণে কবির গান, কবিতা, কবির আত্মজীবনী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এ ছাড়া লেখক ও কবিদের স্বরচিত সাহিত্য পাঠের মাধ্যমে জমে উঠেছিল সাহিত্য মেলা চত্বর। সন্ধ্যার পরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবিকে শ্রদ্ধা জানাতে ৮৭টি ফানুস উড়িয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়।
সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা, কবিতাপাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জলেশ্বরীর বরপুত্র খ্যাত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭ তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ, কুড়িগ্রামের আয়োজনে আজ মঙ্গলবার কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরের বটতলায় দিনব্যাপী অনুষ্ঠান চলে। পরে সন্ধ্যায় ফানুস ওড়ানোর মাধ্যমে উদ্যাপন অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর ও সদস্যসচিব সাম্য রাইয়ানের সঞ্চালনায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানস্থলে বইমেলা বসে।
দিনের শুরুতে আজ কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের পাশে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দীন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জ্যোতি আহমেদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক বলেন, ‘বাবার স্মরণে কুড়িগ্রামে এই প্রথম সৈয়দ হক মেলা অনুষ্ঠিত করেছে কুড়িগ্রামবাসী। এই মেলাকে ঘিরে কুড়িগ্রামের মানুষের উপস্থিতি সত্যি মনে রাখার মতো। এ জন্য সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের সদস্যসহ মেলার সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এ নিয়ে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর বলেন, ‘বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে আজ দিনব্যাপী সৈয়দ হক মেলার আয়োজন করছি। ভবিষ্যতে তিন দিন কিংবা সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করবে।’
দিনব্যাপী এ মেলায় কবির স্মরণে কবির গান, কবিতা, কবির আত্মজীবনী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এ ছাড়া লেখক ও কবিদের স্বরচিত সাহিত্য পাঠের মাধ্যমে জমে উঠেছিল সাহিত্য মেলা চত্বর। সন্ধ্যার পরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবিকে শ্রদ্ধা জানাতে ৮৭টি ফানুস উড়িয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়।
জামালপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলার নরুন্দির আড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেরাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব ও সনদপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্বজিৎ শীল, সাইদুজ্জামান পাপ্পু, জাহাঙ্গীর আলম অপু, মহিউদ্দিন মুন্না, হাসু দেওয়ান, আকিব মাহমুদ, আবির, অন্তু কান্তি দে, জাকির...
২ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। এই প্রস্তাবের খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে বাগেরহাটের সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে...
২ ঘণ্টা আগেবিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে এবং নানাভাবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বাধাগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
২ ঘণ্টা আগে