কুড়িগ্রাম প্রতিনিধি
সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা, কবিতাপাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জলেশ্বরীর বরপুত্র খ্যাত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭ তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ, কুড়িগ্রামের আয়োজনে আজ মঙ্গলবার কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরের বটতলায় দিনব্যাপী অনুষ্ঠান চলে। পরে সন্ধ্যায় ফানুস ওড়ানোর মাধ্যমে উদ্যাপন অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর ও সদস্যসচিব সাম্য রাইয়ানের সঞ্চালনায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানস্থলে বইমেলা বসে।
দিনের শুরুতে আজ কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের পাশে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দীন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জ্যোতি আহমেদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক বলেন, ‘বাবার স্মরণে কুড়িগ্রামে এই প্রথম সৈয়দ হক মেলা অনুষ্ঠিত করেছে কুড়িগ্রামবাসী। এই মেলাকে ঘিরে কুড়িগ্রামের মানুষের উপস্থিতি সত্যি মনে রাখার মতো। এ জন্য সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের সদস্যসহ মেলার সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এ নিয়ে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর বলেন, ‘বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে আজ দিনব্যাপী সৈয়দ হক মেলার আয়োজন করছি। ভবিষ্যতে তিন দিন কিংবা সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করবে।’
দিনব্যাপী এ মেলায় কবির স্মরণে কবির গান, কবিতা, কবির আত্মজীবনী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এ ছাড়া লেখক ও কবিদের স্বরচিত সাহিত্য পাঠের মাধ্যমে জমে উঠেছিল সাহিত্য মেলা চত্বর। সন্ধ্যার পরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবিকে শ্রদ্ধা জানাতে ৮৭টি ফানুস উড়িয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়।
সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা, কবিতাপাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জলেশ্বরীর বরপুত্র খ্যাত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭ তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ, কুড়িগ্রামের আয়োজনে আজ মঙ্গলবার কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরের বটতলায় দিনব্যাপী অনুষ্ঠান চলে। পরে সন্ধ্যায় ফানুস ওড়ানোর মাধ্যমে উদ্যাপন অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর ও সদস্যসচিব সাম্য রাইয়ানের সঞ্চালনায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানস্থলে বইমেলা বসে।
দিনের শুরুতে আজ কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের পাশে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দীন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জ্যোতি আহমেদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক বলেন, ‘বাবার স্মরণে কুড়িগ্রামে এই প্রথম সৈয়দ হক মেলা অনুষ্ঠিত করেছে কুড়িগ্রামবাসী। এই মেলাকে ঘিরে কুড়িগ্রামের মানুষের উপস্থিতি সত্যি মনে রাখার মতো। এ জন্য সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের সদস্যসহ মেলার সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এ নিয়ে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর বলেন, ‘বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে আজ দিনব্যাপী সৈয়দ হক মেলার আয়োজন করছি। ভবিষ্যতে তিন দিন কিংবা সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করবে।’
দিনব্যাপী এ মেলায় কবির স্মরণে কবির গান, কবিতা, কবির আত্মজীবনী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এ ছাড়া লেখক ও কবিদের স্বরচিত সাহিত্য পাঠের মাধ্যমে জমে উঠেছিল সাহিত্য মেলা চত্বর। সন্ধ্যার পরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবিকে শ্রদ্ধা জানাতে ৮৭টি ফানুস উড়িয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
১৮ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩০ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে