সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে— সরকারি বিজ্ঞান কলেজ, তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-ফারুক একাডেমি।
আজ শুক্রবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৫১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৮৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৯১। এ ছাড়া ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৩৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ২২৫ জন অংশ নিয়ে পাস করে ২২৩ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।
এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৩৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ, ২৪ জন নিয়ে তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম, ১৬ জন নিয়ে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ ও ৯ জন নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় সপ্তম অবস্থানে রয়েছে।
সেই সঙ্গে সৈয়দপুর উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন করে এবং শেরে বাংলা উচ্চবিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয় ও চওড়া উচ্চবিদ্যালয় থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছে। আর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়, খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে— সরকারি বিজ্ঞান কলেজ, তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-ফারুক একাডেমি।
আজ শুক্রবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৫১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৮৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৯১। এ ছাড়া ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৩৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ২২৫ জন অংশ নিয়ে পাস করে ২২৩ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।
এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৩৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ, ২৪ জন নিয়ে তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম, ১৬ জন নিয়ে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ ও ৯ জন নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় সপ্তম অবস্থানে রয়েছে।
সেই সঙ্গে সৈয়দপুর উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন করে এবং শেরে বাংলা উচ্চবিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয় ও চওড়া উচ্চবিদ্যালয় থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছে। আর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়, খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
২ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
৩০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১ ঘণ্টা আগে