সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে— সরকারি বিজ্ঞান কলেজ, তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-ফারুক একাডেমি।
আজ শুক্রবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৫১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৮৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৯১। এ ছাড়া ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৩৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ২২৫ জন অংশ নিয়ে পাস করে ২২৩ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।
এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৩৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ, ২৪ জন নিয়ে তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম, ১৬ জন নিয়ে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ ও ৯ জন নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় সপ্তম অবস্থানে রয়েছে।
সেই সঙ্গে সৈয়দপুর উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন করে এবং শেরে বাংলা উচ্চবিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয় ও চওড়া উচ্চবিদ্যালয় থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছে। আর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়, খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে— সরকারি বিজ্ঞান কলেজ, তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-ফারুক একাডেমি।
আজ শুক্রবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৫১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৮৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৯১। এ ছাড়া ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৩৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ২২৫ জন অংশ নিয়ে পাস করে ২২৩ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।
এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৩৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ, ২৪ জন নিয়ে তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম, ১৬ জন নিয়ে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ ও ৯ জন নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় সপ্তম অবস্থানে রয়েছে।
সেই সঙ্গে সৈয়দপুর উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন করে এবং শেরে বাংলা উচ্চবিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয় ও চওড়া উচ্চবিদ্যালয় থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছে। আর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়, খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৭ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৯ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩২ মিনিট আগে