Ajker Patrika

বাতিল সঞ্চয়পত্র ভাঙানোর মামলায় ৬ ডাক কর্মকর্তার কারাদণ্ড 

রংপুর প্রতিনিধি
বাতিল সঞ্চয়পত্র ভাঙানোর মামলায় ৬ ডাক কর্মকর্তার কারাদণ্ড 

১৯ বছর পর কুড়িগ্রামে বাতিল সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা আত্মসাতের মামলায় ডাকঘরের সাবেক ছয় কর্মকর্তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার রংপুর বিশেষ জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় দেন। একই সঙ্গে তাদের প্রত্যককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার প্রধান ডাকঘরের প্রাক্তন সহকারী পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ, সাবেক লেজার অপারেটর হাবিবুর রহমান, আব্দুল মালেক, অশোক কুমার নাথ, কাউন্টার অপারেটর মতিউল ইসলাম ও মওদুদ হাসান।

রায় ঘোষণার সময় আদালতে কাঠগড়ায় চার আসামি উপস্থিত ছিলেন। অপর পলাতক দুই আসামি মওদুদ হাসান ও কুমার নাথের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

রংপুর বিশেষ জজ আদালতের পিপি একেএম হারুন-উর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালে কুড়িগ্রাম প্রধান ডাকঘরে কর্মরত থাকাকালে ছয় আসামি যোগসাজশ করে কয়েকটি হিসাবের লেজারে ভুয়া টাকার অঙ্ক দেখিয়ে বাতিলকৃত সঞ্চয়পত্র ভাঙিয়ে ১২ লাখ ২০ হাজার ৪৯২ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০০৫ সালের ৯ মে কুড়িগ্রাম ডাকঘরের পোস্ট অফিস পরিদর্শক এসএম শাহাদাত সুলতান বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছরে মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ সোমবার আদালতের বিচারক তাদের নয় বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর একেএম হারুন-উর-রশিদ বলেন, ‘কুড়িগ্রাম ডাকঘরে কর্মকালীন অবস্থায় ওই ছয় আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’

তবে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, ‘আমার মক্কেলরা ন্যায়বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত