Ajker Patrika

বীরগঞ্জে ঘুম থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২১
বীরগঞ্জে ঘুম থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ

দিনাজপুরের বীরগঞ্জে জীবন ইসলাম (২৫) নামের এক যুবককে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সড়কে লাশ রেখে বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই বিক্ষোভ করে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, বীরগঞ্জ পৌর শহরের ফিশারিজ এলাকার লাইজু ওরফে বাবুর ট্রাক্টরের দুটি ব্যাটারি গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ কারণে গতকাল রোববার সকালে জীবন ইসলামকে ঘুম থেকে ডেকে নিয়ে জ্যোৎস্না ফিলিং স্টেশনের মালিক রতন কুমার সাহা রেন্টুর মিলের একটি কক্ষে বেঁধে রেখে অমানবিক নির্যাতন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে লাশ রেখে এই হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করা হয়।

নিহত জীবনের বাবা রোস্তম আলী গাঠু মিস্ত্রি বলেন, ‘আমার ছেলের কাছে কোনো চুরির মাল পাওয়া যায়নি। তবু কেন তাকে পাম্পে নিয়ে হত্যা করা হলো? আমি ন্যায়বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার চাই, হত্যাকারী রেন্টু সাহার ফাঁসি চাই।’

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে থানায় মামলা হয়েছে। রাতেই পুলিশ ও সেনাসদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েন। ন্যায়বিচার নিশ্চিত করতে নিহতের পরিবারের সদস্যদের আশ্বস্ত করা হলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত