বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত সরকার সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে তারা টাকার পেছনে সেখানে গিয়ে হাজির হয়েছে।’ আজ সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আমিরে জামায়াত বলেন, ‘সাড়ে ১৫ বছর আমরা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারিনি, সে পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিল, এ দেশের মানুষকে মুক্ত পরিবেশ তৈরি করে দিল, তাদের ধন্যবাদ জানাই।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই যুবকদের সম্মানিত করতে তাদের হাতে আগামীর বাংলাদেশ শুধু জামায়াত না, দেশবাসী তুলে দিতে চায়।’
বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহাবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহসভাপতি রাশেদুন্নবী বাবু, সহকারী সেক্রেটারি এস এম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মন্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের দলীয় প্রার্থী, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা উত্তরের আমির সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা খোদা বখসের কবর জিয়ারত ও মরহুমের স্বজনদের সঙ্গে দেখা করেন।
জামায়াতের আমির সকালে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে অংশগ্রহণ শেষে বীরগঞ্জের উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত সরকার সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে তারা টাকার পেছনে সেখানে গিয়ে হাজির হয়েছে।’ আজ সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আমিরে জামায়াত বলেন, ‘সাড়ে ১৫ বছর আমরা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারিনি, সে পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিল, এ দেশের মানুষকে মুক্ত পরিবেশ তৈরি করে দিল, তাদের ধন্যবাদ জানাই।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই যুবকদের সম্মানিত করতে তাদের হাতে আগামীর বাংলাদেশ শুধু জামায়াত না, দেশবাসী তুলে দিতে চায়।’
বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহাবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহসভাপতি রাশেদুন্নবী বাবু, সহকারী সেক্রেটারি এস এম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মন্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের দলীয় প্রার্থী, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা উত্তরের আমির সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা খোদা বখসের কবর জিয়ারত ও মরহুমের স্বজনদের সঙ্গে দেখা করেন।
জামায়াতের আমির সকালে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে অংশগ্রহণ শেষে বীরগঞ্জের উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
৩৮ মিনিট আগেআজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
১ ঘণ্টা আগে