গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাত বছর বয়সী রাফিয়া নামের এক মেয়েশিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের সৎমা ইশা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান শামীম।
নিহত রাফিয়া দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে। তিন মাস আগে শিশু রাফিয়ার মা ও বাবা রানা মিয়ার ছাড়াছাড়ি হয়। তার মা রানা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। মা-বাবার ছাড়াছাড়ি হওয়ার পর রাফিয়া দাদা-দাদির সঙ্গে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইশা বেগম হলেন রানা মিয়ার দ্বিতীয় স্ত্রী। ইশারও তিন বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে খেলার সময় সৎবোনের সঙ্গে রাফিয়া মারামারি করে। এর জেরে ইশা বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে নিয়ে রাফিয়াকে চুবিয়ে ধরেন। এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে চিৎকার করলে ইশা ডোবা থেকে উঠে চলে যান।
স্থানীয়রা রাফিয়াকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের খবরে রাতে পুলিশ ইশাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায়।
অভিযোগ ওঠা নারী ইশা বেগম বলেন, ‘আমি রাফিয়াকে পা পিছলে ডোবার পানিতে পড়ে যেতে দেখেছি। তখন সে বেঁচে ছিল। কিন্তু আমি রাগ করে তাঁকে উঠাইনি।’
ওসি আছাদুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরেই সৎমা ইশা বেগমকে আটক করা হয়েছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধায় জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত শিশুর স্বজনদের কেউ লিখিত অভিযোগ দিলে মামলা করা হবে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাত বছর বয়সী রাফিয়া নামের এক মেয়েশিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের সৎমা ইশা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান শামীম।
নিহত রাফিয়া দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে। তিন মাস আগে শিশু রাফিয়ার মা ও বাবা রানা মিয়ার ছাড়াছাড়ি হয়। তার মা রানা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। মা-বাবার ছাড়াছাড়ি হওয়ার পর রাফিয়া দাদা-দাদির সঙ্গে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইশা বেগম হলেন রানা মিয়ার দ্বিতীয় স্ত্রী। ইশারও তিন বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে খেলার সময় সৎবোনের সঙ্গে রাফিয়া মারামারি করে। এর জেরে ইশা বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে নিয়ে রাফিয়াকে চুবিয়ে ধরেন। এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে চিৎকার করলে ইশা ডোবা থেকে উঠে চলে যান।
স্থানীয়রা রাফিয়াকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের খবরে রাতে পুলিশ ইশাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায়।
অভিযোগ ওঠা নারী ইশা বেগম বলেন, ‘আমি রাফিয়াকে পা পিছলে ডোবার পানিতে পড়ে যেতে দেখেছি। তখন সে বেঁচে ছিল। কিন্তু আমি রাগ করে তাঁকে উঠাইনি।’
ওসি আছাদুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরেই সৎমা ইশা বেগমকে আটক করা হয়েছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধায় জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত শিশুর স্বজনদের কেউ লিখিত অভিযোগ দিলে মামলা করা হবে।’
বাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
২ মিনিট আগেহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
৯ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
১৮ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছে দাম কমার চেয়ে বৃদ্ধি পায় বেশি।
২৭ মিনিট আগে