Ajker Patrika

পানিতে চুবিয়ে শিশু হত্যার অভিযোগ, সৎমা আটক 

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০: ২৫
পানিতে চুবিয়ে শিশু হত্যার অভিযোগ, সৎমা আটক 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাত বছর বয়সী রাফিয়া নামের এক মেয়েশিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের সৎমা ইশা বেগমকে (২২) আটক করেছে পুলিশ। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান শামীম। 

নিহত রাফিয়া দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে। তিন মাস আগে শিশু রাফিয়ার মা ও বাবা রানা মিয়ার ছাড়াছাড়ি হয়। তার মা রানা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। মা-বাবার ছাড়াছাড়ি হওয়ার পর রাফিয়া দাদা-দাদির সঙ্গে থাকত। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইশা বেগম হলেন রানা মিয়ার দ্বিতীয় স্ত্রী। ইশারও তিন বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে খেলার সময় সৎবোনের সঙ্গে রাফিয়া মারামারি করে। এর জেরে ইশা বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে নিয়ে রাফিয়াকে চুবিয়ে ধরেন। এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে চিৎকার করলে ইশা ডোবা থেকে উঠে চলে যান। 

স্থানীয়রা রাফিয়াকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের খবরে রাতে পুলিশ ইশাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায়। 

অভিযোগ ওঠা নারী ইশা বেগম বলেন, ‘আমি রাফিয়াকে পা পিছলে ডোবার পানিতে পড়ে যেতে দেখেছি। তখন সে বেঁচে ছিল। কিন্তু আমি রাগ করে তাঁকে উঠাইনি।’ 

ওসি আছাদুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরেই সৎমা ইশা বেগমকে আটক করা হয়েছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধায় জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত শিশুর স্বজনদের কেউ লিখিত অভিযোগ দিলে মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত