Ajker Patrika

পীরগঞ্জ মেরিন একাডেমিতে শিক্ষার্থীর মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ মেরিন একাডেমিতে শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের পীরগঞ্জ মেরিন একাডেমিতে অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় ব্যাচের ছাত্র আবদুল্লাহ ইবনে ভূবন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে একাডেমিতে নামাজ শেষে ভুবনের বাড়ি খুলনায় মরদেহ পাঠানো হয়েছে। 

মেরিন একাডেমির এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার এস. এম জায়েদুল ইসলাম জানান, ‘ঈদ-উল-আজহার ছুটি শেষে গত শুক্রবার সকল ছাত্র পীরগঞ্জে মেরিন একাডেমিতে ফেরেন। ওই দিন সব ছাত্রের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় ব্যাচের ছাত্র আবদুল্লাহ ইবনে ভূবনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাঁকে আইসোলেশনে রাখা হয়। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে পরদিন শনিবার সকালে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই দিন বিকেলেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’ 

একাডেমির এ্যাডজুটেন্ট আরও বলেন, ‘আজ (রোববার) দুপুরে মেরিন একাডেমিতে নামাজের জানাজা শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তাঁর গ্রামের বাড়ি খুলনা জেলার ফুলতলায় মরদেহ পাঠানো হয়। তাঁর বাবার নাম এমদাদুল হক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত