পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় জয়নদ্দিন (৩৫) নামে এক দিনমজুরকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৮টায় জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতেই মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জয়নদ্দিন উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম ফরহাত হোসেন ওরফে হরিপদ। তিনি ওই গ্রামের কালু মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে একই গ্রামের ফরহাত হোসেন ওরফে হরিপদের বাড়িতে দিনমজুরের কাজ করেন জয়নদ্দিন। হরিপদ মজুরির ২০০ টাকা বাকি রাখেন এবং পরে দেবেন বলে জানিয়ে দেন। এরপর গতকাল বুধবার রাতে বাজারে দেখা হলে বাকি টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হরিপদ। এরপর জয়নদ্দিনের গলা টিপে ধরলে তাৎক্ষণিক শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
ওই গ্রামের প্রতিবেশী হামিদুর রহমান বলেন, ‘আমি বাজারে ছিলাম। একসময় চিল্লাহাল্লা শুনে দৌড়ে এসে দেখি দিনমজুর জয়নদ্দিন মৃত অবস্থায় মাটিতে শুয়ে আছে। যারা ঘটনাস্থলে ছিল, তারা বলছে তাঁকে গলা টিপে হত্যা করা হয়েছে।’
নিহত জয়নদ্দিনে ছেলে মাজেদর রহমান বলে, ‘আমার বাবা একজন দিনমজুর। মানুষের বাড়িতে বিভিন্ন কাজকর্ম করেন। প্রতিদিনের মতো কাজ করার সুবাদে এক সপ্তাহ আগে হরিপদের সরিষা কাটতে যান বাবা। কাজ শেষ করে মুজুরির পাওনা ১ হাজার ২০০ টাকা নিতে যান। হরিপদ তাঁকে ১ হাজার টাকা দেন এবং বলেন, বাকি ২০০ টাকা দুই দিন পরে দেবেন। গতকাল বুধবার বৃদ্ধিগাঁও বাজারে তাঁর সঙ্গে বাবার দেখা হয়। এ সময় সেই পাওনা টাকা চাইতে গেলে তিনি টাকা দিবেন না বলে জানিয়ে দেন। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায় হরিপদ ক্ষেপে গিয়ে বাবার গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলে মারা যান বাবা।’
এ বিষয়ে জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মরদেহ থানায় নেওয়া হয়েছে।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় জয়নদ্দিন (৩৫) নামে এক দিনমজুরকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৮টায় জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতেই মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জয়নদ্দিন উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম ফরহাত হোসেন ওরফে হরিপদ। তিনি ওই গ্রামের কালু মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে একই গ্রামের ফরহাত হোসেন ওরফে হরিপদের বাড়িতে দিনমজুরের কাজ করেন জয়নদ্দিন। হরিপদ মজুরির ২০০ টাকা বাকি রাখেন এবং পরে দেবেন বলে জানিয়ে দেন। এরপর গতকাল বুধবার রাতে বাজারে দেখা হলে বাকি টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হরিপদ। এরপর জয়নদ্দিনের গলা টিপে ধরলে তাৎক্ষণিক শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
ওই গ্রামের প্রতিবেশী হামিদুর রহমান বলেন, ‘আমি বাজারে ছিলাম। একসময় চিল্লাহাল্লা শুনে দৌড়ে এসে দেখি দিনমজুর জয়নদ্দিন মৃত অবস্থায় মাটিতে শুয়ে আছে। যারা ঘটনাস্থলে ছিল, তারা বলছে তাঁকে গলা টিপে হত্যা করা হয়েছে।’
নিহত জয়নদ্দিনে ছেলে মাজেদর রহমান বলে, ‘আমার বাবা একজন দিনমজুর। মানুষের বাড়িতে বিভিন্ন কাজকর্ম করেন। প্রতিদিনের মতো কাজ করার সুবাদে এক সপ্তাহ আগে হরিপদের সরিষা কাটতে যান বাবা। কাজ শেষ করে মুজুরির পাওনা ১ হাজার ২০০ টাকা নিতে যান। হরিপদ তাঁকে ১ হাজার টাকা দেন এবং বলেন, বাকি ২০০ টাকা দুই দিন পরে দেবেন। গতকাল বুধবার বৃদ্ধিগাঁও বাজারে তাঁর সঙ্গে বাবার দেখা হয়। এ সময় সেই পাওনা টাকা চাইতে গেলে তিনি টাকা দিবেন না বলে জানিয়ে দেন। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায় হরিপদ ক্ষেপে গিয়ে বাবার গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলে মারা যান বাবা।’
এ বিষয়ে জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মরদেহ থানায় নেওয়া হয়েছে।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিশু হতাহতের মধ্যেও বন্ধ হয়নি বিএনপির জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনার চাটমোহরে বিএনপি নেতারা সোমবার (২১ জুলাই) রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে ঘিরে এখন সামাজিক...
৩৭ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় তিস্তাপাড় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং। মঙ্গলবার উপজেলার লক্ষীটারী ইউনিয়নে দ্বিতীয় তিস্তা সেতুসংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং তিস্তাপারের মানুষের সঙ্গে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও নদীভাঙনে তিস্তাপারের জনমানুষের...
৪৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক ব্যক্তি মারা গেছে বলে ধারণা করছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুর স্কুলমাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইলে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে প্রকল্পের সভাপতি করে ওয়াজ মাহফিলের টাকা লুটপাটের অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে